বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আর জি কর কাণ্ডের প্রেক্ষাপটে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছত্র সমাজের উদ্দেশ্যে বলেছিলেন, ‘আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখুন।

 

 

’ ঘটনাচক্রে সেইদিন রাতেই দুর্গাপুরে সিপিএমের এক পার্টি অফিসে আগুন ধরিয়ে দেয় তৃণমূল সমর্থকরা। সিপিএমের অভিযোগ এটা সেই ফোঁস মন্ত্রের প্রতিক্রিয়া। এবার আরো অনেকটা এগিয়ে ভয়ঙ্কর ফোঁস মন্ত্র দিলেন অশোকনগর- কল্যাণগড় পুরসভার তৃণমূল কাউন্সিলরের স্বামী, তৃণমূল নেতা অতীশ সরকার। তার এই কথায় স্তম্ভিত হয়ে গেছেন নাগরিক মহল।

আর জি কর কাণ্ডের প্রতিবাদে রবিবার তৃণমূলের প্রতিবাদ মিছিল ছিল অশোকনগর-কল্যাণগড় পুরসভা অঞ্চলে। সেখানেই তিনি বলেন, “মমতা বন্দোপাধ্যায় ফোঁস করতে বলেছেন, সাবধান হয়ে যান। আমরা পাড়ায়-পাড়ায় ফোঁস করলে, বাড়ি থেকে বেরোতে পারবেন তো?” তিনি আরও বলেন, “আমরা যদি ফোঁস করি, আপনার বাড়ির মা-বোনদের কুৎসা রটিয়ে যদি আপনার বাড়ির দরজায় টাঙিয়ে দিসে আসি, তাহলে ওই পোস্টারটা আপনি খুলতে পারবেন না। ওই দিনটা আসছে। আমি দায়িত্ব নিয়ে বলে গেলাম।”ওই বক্তব্যের ভিডিয়ো নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি লেখেন, “মুখ্যমন্ত্রীর নিদানের পরই তৃণমূলের ‘গুণধর’ লুম্পেন বাহিনীর ভাষণ শুনুন!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *