বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শনিবার কলকাতায় অন্তত ২০ হাজার চিকিৎসক তিলোত্তমার বিচারের দাবিতে পথে নেমেছিলেন। ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করেন তাঁরা।
তারপর চার প্রতিনিধি দেখা করেন সিবিআই আধিকারিকদের সঙ্গে। ডাক্তারদের দাবি তাঁরা একটি তালিকা গোয়েন্দাদের দিয়ে এসেছেন। কাদের দ্রুত তদন্তে ডাকা উচিত তাও মার্ক করে দিয়ে এসেছেন তারা। এর পরেই তাঁরা অনেকটা আশাবাদী হয়ে বলেন, এখনই নিরাশ হওয়া চলবে না। এখনও আশার আলো আছে।
আমরা জানি আগামী ৫ সেপ্টেম্বর এই নিয়ে শুনানি আছে শীর্ষ আদালতে। চিকিৎসক দলের ধারণা সেই দিন সামনে আসতে চলেছে বহু অজানা তথ্য। ডাক্তারদের দাবি, গোয়েন্দা আধিকারিকরা তাঁদের জানিয়েছেন ওই দিন শীর্ষ আদালতে ভাল কিছু রিপোর্ট জমা দিতে চলেছেন তাঁরা। এ দিন, সিজিও থেকে বেরনোর পর চিকিৎসকরা সংবাদমাধ্যমে জানান যে, সিবিআই-এর কাছ থেকে তাঁরা আশ্বাস পেয়েছেন, দ্রুত বিচার পাওয়া যাবে। সেই সূত্রে তাঁরা এটাও জানতে পেরেছেন, আগামী ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের শুনানিতে ভাল কিছু রিপোর্ট জমা দিতে পারে কেন্দ্রীয় এজেন্সি।