বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রায় আড়াই বছর ধরে চলেছে। যুদ্ধ কমার কোনো লক্ষণ নেই। এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দেশে গিয়ে আলোচনার টেবিলে বসার অনুরোধ করেছেন।

কিন্তু এখন পর্যন্ত সেই পরামর্শে চিড়ে ভেজে নি। এরই মধ্যে রাশিয়া প্রবল ক্ষোভ প্রকাশ করলো ইউক্রেনের সহায়ক দেশগুলোর বিরুদ্ধে। শনিবার এক বার্তায় রাশিয়া জানিয়েছে, ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর থেকে মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি রুশ বাহিনীর অগ্রগতি ঠেকাতে ইউক্রেনের সেনাবাহিনীকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো ক্রমাগত সামরিক সহায়তা ও অস্ত্র দিয়ে আসছে এবং এ প্রক্রিয়া এখনও অব্যাহত। এই সাহায্য বন্ধ না করলে ভবিষ্যতে এর জন্য ওই দেশগুলোকে অনেক ক্ষতির মুখোমুখি হতে হবে।

ইউরোপীয় ইউনিয়ন স্পষ্ট জানিয়েছে যে তারা ইউক্রেকে নানাভাবে সাহায্য করছে। ইউনিয়নের সদস্য দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীদের অনানুষ্ঠানিক বৈঠকে স্বীকার করে বলেছেন, ‘ইউক্রেনের প্রতি আমাদের সামরিক সহায়তা ৪ হাজার ৩০০ কোটি ইউরোতে পৌঁছেছে’।
এ প্রসঙ্গে জাতিসংঘে রাশিয়ার উপ-প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি জোর দিয়ে বলেছেন, ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর অস্ত্র ও সামরিক সহায়তা চলমান যুদ্ধকে দীর্ঘায়িত করেছে। এর ফলে যুদ্ধ কমার সম্ভাবনা কমে আসছে। এখন দেখার এর পরে বিষয়টি কোন দিকে যায়!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *