বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ভারত বাংলাদেশের সম্পর্ক বেশ মধুর। অন্তত আওয়ামীলীগ যতদিন ক্ষমতায় ছিল ততদিন এই দুই দেশের সম্পর্ক নিয়ে কোনো প্রশ্ন ওঠে নি। কিন্তু হাসিনা পরবর্তী সময় সেই সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠে গেছে।
এই পরিস্থিতিতেই হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য ভারতের উপর চাপ বাড়াচ্ছে অন্তরবর্তী সরকার। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ভারতকে কার্যত হুঁশিয়ারি দিলেন হাসিনার প্রত্যর্পণ নিয়ে। বললেন, শেখ হাসিনাকে বাংলাদেশে না ফেরালে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হবে। তিনি প্রায় হুমকির সুরেই এই কথা বলেন।
এর মধ্যেই বাংলাদেশে জামাত সমর্থত সমস্ত জেল বন্দি নেতাদের মুক্তি দেওয়া হয়েছে। তারা বাংলাদেশকে মুসলিম কান্ট্রি ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। ফলে সে দেশে বসবাসকারী হিন্দুরা কিছুটা সন্ত্রাষ্ঠ। নোবেলজয়ী মহম্মদ ইউনুসের নেতৃত্বে আপাতত বাংলাদেশে অন্তর্বর্তী সরকার পরিচালিত হচ্ছে। শীঘ্রই নির্বাচন হবে বলে আশ্বাস দিয়েছে অন্তর্বর্তী সরকার। একইসঙ্গে ভারতকে চাপ দেওয়া হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য। এই নিয়ে এবার মুখ খুললেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নেতা জানান, বিএনপি চায় ভারত-বাংলাদেশের মধ্যে সম্পর্ক দৃঢ় হোক। অতীতের মতপার্থক্য সরিয়ে রেখে সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি গড়তে প্রস্তুত।