বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: কিইউক্রেন-রাশিয়ার যুদ্ধ আড়াই বছর হতে চললো, কিন্তু তা বন্ধ হবার কোনো লক্ষণ নেই। সেই পরিস্থিতিতেই কয়েক মাস আগে রাশিয়া গিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আর সদ্য ইউক্রেন সফর শেষ করে তিনি দেশে ফিরলেন। এরই মধ্যে পুতিনের সঙ্গে তাঁর আবার ফোনে কথা হয়। প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, রাশিয়া-ইউক্রেন সংঘাতের বিষয়ে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দৃষ্টিভঙ্গি বিনিময় করেছেন তিনি। এক্স-এ করা এক পোস্টে প্রধানমন্ত্রী জানিয়েছেন, কিয়েভে সাম্প্রতিক সফরে তাঁর যে অভিজ্ঞতা হয়েছে, তা তিনি রুশ প্রধানমন্ত্রীর সঙ্গে ভাগ করে নিয়েছেন। এদিনের ফোনালাপের পর প্রধানমন্ত্রী জানিয়েছেন, “বিশেষ এবং বিশেষ সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করা নিয়ে আলোচনা হয়েছে।” এর ঠিক আগেই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ফোন করেছিলেন নরেন্দ্র মোদীকে। স্বাভাবিক কারণেই বিশ্ব কূটনৈতিক মহলে এই নিয়ে প্রশ্ন উঠেছে।
এই যুদ্ধে বিশ্ব মোটামুটি দুটি ভাগে বিভক্ত। কিন্তু ভারত প্রথম থেকেই নিরপেক্ষ। এমন কি ইউক্রেনে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমরা নিরপেক্ষ নই, আমরা শান্তির পক্ষে।’ স্থায়ী এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রয়োজনে ভারত সহায়তা করবে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কিকে তিনি জানান, ভারত এই অঞ্চলে শান্তি ফেরাতে “সক্রিয় ভূমিকা” নিতে তৈরি আছে। তিনি বলেন, “আমরা প্রথম দিন থেকেই নিরপেক্ষ ছিলাম না। আমরা একটি পক্ষ নিয়েছিলাম। আমরা শান্তির পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়েছি।” বিশ্বের এই যুদ্ধ পরিস্থিতি বন্ধ করার জন্য ভারত যে একটা বড়ো ভূমিকা নিতে চলেছে তাতে সন্দেহ নেই।