বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: গীতাকে বলা হয় মানব জীবনের দিক নির্দেশক। কুরুক্ষেত্র যুদ্ধে ভগবান কৃষ্ণ অর্জুনকে সেই গীতার বাণী শুনিয়েছিলেন। সেই গীতার বাণীর মধ্যে নিহিত আছে ভারতীয় ধৰ্মীয় তথা মানবিক জীবনের অনেক মূল সত্য। সেই গীতার পাঁচটি মৌলিক বাণী সকলকেই মেনে চলা উচিত বলে সবাই মনে করেন। সেই পাঁচটি প্রধান বাণী হলো –
১) মন শান্ত রাখুন- অশান্ত মনকে শান্ত করার জন্য অভ্যাস ও বৈরাগ্যকে নিজের মনে পাকাপোক্ত স্থান দিন। না-হলে অনিয়ন্ত্রিত মন আমাদের শত্রুতে পরিণত হবে।
২) ঈশ্বরের প্রতি সমর্পিত থাকুন –
নিজেকে ঈশ্বরের চরণে নিবেদন করে দাও। ঈশ্বর আমাদের রক্ষা করবেন এবং আমরা দুঃখ, ভয়, চিন্তা, শোক ও বন্ধন থেকে মুক্ত হতে পারব।
৩) বর্তমানে বাঁচতে শেখো –
অতীত এবং ভবিষ্যতের চিন্তা করা উচিত নয়। কারণ যা হওয়ার তাই-ই হবে। যা হয়, ভালোর জন্য হয়। তাই অতীত ও ভবিষ্যতের চিন্তা ছেড়ে বর্তমানে বাঁচতে শেখা উচিত।
৪) আত্মভাবে থাকাই মুক্তি – নাম, পদ, প্রতিষ্ঠা, ধর্ম, স্ত্রী বা পুরুষ আমরা নই। এই শরীরও আমাদের নয়। সবই অনিত্য। একমাত্র আত্মাই সত্য। আত্মা কখনও মরে না। আত্মার জন্ম বা মৃত্যু হয় না। আত্মভাবে থাকাই মুক্তি।
৫) রাগ শত্রুর সমান – নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন। রাগের ফলে ভ্রম সৃষ্টি হয়। এই ভ্রম বুদ্ধিকে বিচলিত করে তোলে। এর ফলে বুদ্ধি নাশ হয়। ব্যক্তি পতনের দিকে অগ্রসর হতে শুরু করে। রাগ, কামবাসনা ও ভয়— এগুলি আমাদের শত্রু।