বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এ বছর দক্ষিণবঙ্গে বৃষ্টি সময় মতো না হওয়ার কৃষকদের অনেক ক্ষতি হয়েছে। প্রাকৃতিক কারণেই অনেক দেরিতে দক্ষিণবঙ্গে বৃষ্টি প্রবেশ করেছে। তবে এই মুহূর্তে ভালোই বৃষ্টি চলেছে।
তবে সেই অর্থে আর ‘শ্রাবণের ধারা’ হয় না। একদিকে কলকাতায় চলেছে আর জি কর কান্ড নিয়ে উত্তাল আন্দোলন, সঙ্গে চলেছে প্রবল বৃষ্টির ধারা। সেই অবস্থায় আলিপুর হাওয়া অফিস মঙ্গলবারের ফোরকাস্ট প্রকাশ করলো।
বুধবার বঙ্গোপসাগরে তৈরী হওয়া নিম্নচাপের জেরে উত্তাল হবে সমুদ্র। ৫৫ থেকে ৬০ কিমি বেগে চলবে ঝোড়ো হওয়া। আজকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি ও সর্বনিম্ন হবে ২৮ ডিগ্রি। বাকি গোটা শহরেই বিক্ষিপ্তভাবে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে।নিম্নচাপের জেরে এই গোটা সপ্তাহটাই মাঝারি থেকে ভারী বৃষ্টিরপাত চলবে গোটা দক্ষিণবঙ্গে। বুধবার মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাববা আছে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। একইসাথে কলকাতা, হুগলি, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও নদিয়া জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিরই সম্ভাবনা থাকছে। বিকেলের দিকে ভারী বৃষ্টিয়ে সম্ভাবনা আছে।
উত্তরবঙ্গেও মঙ্গলবারের মতো বুধবারও একই বার্তা দিয়েছে আবহাওয়া অফিস। দক্ষিণের মত উত্তরের একাধিক জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। মূলত জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর আর কোচবিহার জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানা যাচ্ছে। তবে বাকি জেলাতেও মাঝারি বৃষ্টিপাত হতে পারে।