বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: একটা মাত্র কথা – ‘আমরা সঠিক বিচার চাই।’ মুহূর্তে মিলিয়ে দিলো সারা বাংলাকে। সাম্প্রতিককালে এমন ঘটনা ঘটেছে বলে কেউ মনে করতে পারছেন না।

দোষীদের শাস্তির দাবিতে পথে সব পক্ষ। বাদ গেল না আদিবাসী সংগঠনও। তির-ধনুক হাতে পথ অবরোধ আদিবাসীদের। হুগলির দাদপুর থানার হারিটের ঘটনা। আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহলের পক্ষ থেকে এদিন সকালে হুগলির দাদপুর থানার হাড়িট হাট তলায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। পথ অবরোধে ফলে অবরুদ্ধ হয়ে পড়ে চুঁচুড়া তারকেশ্বর রোডে যান চলাচল। হাতে তীর ধনুক ও ধামসা মাদল নিয়ে কয়েক হাজার পুরুষ ও মহিলা পথ আবারোধ করেন।

একটা বিষয় সত্যিই আমাদের ভাবাচ্ছে যে এভাবে সর্বস্তরের মানুষ আগে কখনো পথে নামে নি। প্রায় দু’ঘণ্টা ধরে চলে অবরোধ-বিক্ষোভ। এ প্রসঙ্গে সংগঠনের রাজ্য কমিটির সদস্য রাজেন্দ্র নাথ মুর্মু জানান, ভারত জাকাতের কেন্দ্রীয় কমিটির ডাকে আর জি কর কান্ডের প্রতিবাদে বিক্ষোভ অবরোধ চলছে। দু’ঘণ্টার প্রতীকী অবরোধ করলাম। দোষীদের কঠিন শাস্তি চাইছি। তিনি আরও বলেন, “এক চিকিৎসকের নির্মম হত্যা। শুধু তাই নয়, বর্ধমানে এক নার্সিং পড়ুয়াকে নলি কেটে খুন করা হয়েছে। এরই প্রতিবাদে কেন্দ্রীয় ও রাজ্য কমিটির ডাকে গোটা রাজ্য ও জেলাতে দুঘণ্টা পথ অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। যাতে খুনিদের কঠোর শাস্তি দেওয়া হয়।”তাদের সকলের মুখেই এক শ্লোগান – বিচার চাই, অপরাধীর শাস্তি চাই। ওদিকে মঙ্গলবারই আর জি কর কাণ্ডের প্রতিবাদে কলকাতার তিন বড়ো দলের প্রতিবাদ মিছিলের উপর পুলিশের লাঠি চালানোর তীব্র নিন্দা করে কলকাতায় হাই কোর্ট জানিয়ে দিয়েছে – কোনো শান্তিপূর্ণ আন্দোলকে পুলিশ বাধা দিতে পারবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *