বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আর জি কর কাণ্ডে সারা দেশের মতো প্রবল উদ্বেগ প্রকাশ করেছে ভারতের শীর্ষ আদালত। শীর্ষ আদালত স্বতঃপ্রণোদিত হয়ে এই বিষয়ে শুনানি শুরু করেন। সুপ্রিম কোর্ট এদিনের মামলার শুনানি চলাকালীন আরজি কর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে।
সুপ্রিম কোর্ট এদিন বলে, “মহিলারা যদি কাজ করতে গিয়ে যদি নিরাপত্তার অভাব বোধ করেন, তাহলে আমরা তাঁদের সাম্যের সাধারণ অধিকার থেকে বঞ্চিত করছি।” এদিন সিবিআইকে রিপোর্ট জমা করার নির্দেশ দেওয়া হল। সুপ্রিম কোর্টের মতে, এটা এখন শুধু একজন মহিলার ধর্ষণ এবং খুনের হরিফিক ঘটনা নয়। এই মামলার পরবর্তী শুনানি হবে বৃহস্পতিবার।
CBI নিজের মতো করে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে। কোনো আজ্ঞাত কারণে তার মধ্যেই ডাঃ সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে রাজ্য পুলিশ। বৃহস্পতিবার আরজি কর কাণ্ডের স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে সুপ্রিম কোর্টে। সিবিআই ইতিমধ্যেই অভিযুক্ত সঞ্জয় রায়কে হেফাজতে নিয়েছে। সেই সঙ্গে সন্দীপ ঘোষকেও একাধিকবার জেরা করা হয়েছে। তদন্তের গতি প্রকৃতি নিয়ে বৃহস্পতিবার রিপোর্ট জমা দিতে হবে। দেশের প্রধান বিচারপতি মন্তব্য করেন, “ঘটনার নৃশংসতা সারা দেশকে বিস্মিত করেছে। ” সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এদিন পর্যবেক্ষণে জানায়, আমাদের দেশে জুনিয়র ডাক্তাররা নিরপত্তাহীনতায় ভুগছেন, চিকিৎসকদের কোনও ডিউটিরুম নেই। এই ব্যবস্থার পরিবর্তন করতেই হবে।