বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:বাংলা উত্তাল। এর আগে গত ১০/১২ বছরে এমন ঘটনা তো কম ঘটে নি। কিন্তু এবার এতো তীব্র জনরোষ কেন? এমন প্রশ্নর মুখোমুখি হয়ে একগুচ্ছ অভিযোগ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
শাসকদল তৃণমূলকে তীব্র কটাক্ষ করেন। তাঁদের সামাজিকভাবে বয়কটের ডাক দেন। পরিবারকেও বয়কট করতে নিদান দেন প্রাক্তন বিজেপি সাংসদ। পাশাপাশি দুষেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। সঙ্গে করেছেন ভবিষ্যতবাণী। দিলীপ ঘোষ চিরকালই স্পষ্ট করে কথা বলেন। সোমবার বিকেলেও তিনি কোনো রাখ-ঢাক না করে স্পষ্ট করে নিজের মতামত দিলেন।
বিরোধী রাজনৈতিক হিসাবে এমন বক্তব্য তাঁর কাছ থেকে আশা করাই যায়। কিন্তু তাঁর কথায় ছিল প্রবল শ্লেষ। তিনি বলেন,”ক্ষমতা থেকে সরে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে যেতে হবে। বাংলাদেশের নেতাদের ঝুলিয়ে দিয়েছে। টিএমসির অনেক নেতাকে পাবলিক ঝুলিয়ে দেবে। আমাদের দেশের লোকেরা শান্তি প্রিয়। তাই মিছিল করে উই ওয়ান্ট জাস্টিস বলছি।” তারপরেই আরও এক স্টেপ এগিয়ে তিনি বলেন, “তৃণমূলের যাঁরা ধমকাচ্ছে-চমকাচ্ছে এদের সমাজ বিরোধী ঘোষণা করুন। এদের সমাজ বিরোধী তকমা দিন। এদের পরিবারকে বয়কট করুন। কারণ এদের পরিবার অভিযুক্তের পক্ষে রয়েছে।” এর পরেই সাংবাদিকদের দিকে তাকিয়ে তিনি বলেন, “আপনারা সজাগ থাকুন। আপনারা সজাগ থাকলে কোনও সরকার অন্যায় করার আগে ভাববে।” দিলীপ ঘোষের এই কথাকে সমর্থন জানিয়েছে বিজেপি তথা আন্দোলনকারীদের বড়ো অংশ।