বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে যাতায়াত করে। দূরপাল্লার ট্রেনেও যাতায়াত করে বহু মানুষ। তাদের মধ্যে বিশেষ করে বয়স্ক মানুষ ও গর্ভবতি মহিলাদের জন্য লোয়ার বার্থ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
রেলের তরফে জানানো হয়েছে, সাধারণ কোটার মাধ্যমে বুকিংয়ের ভিত্তিতে আসনটি পাওয়া যাবে। অর্থাৎ কোনো আসন খালি না থাকলে কোনো আসন পাবেন না। তবে আপনি যদি রিজার্ভেশন পছন্দের অধীনে বুকিং করেন এবং লোয়ার বার্থ বেছে নেন তবে এটি উপলব্ধ হলে আপনি সেই আসনটি পাবেন। রেলে ‘ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ’-এর ভিত্তিতে সাধারণ কোটায় আসন বণ্টন করে দেওয়া হয়। এই প্রক্রিয়ায় কারও পছন্দ-অপছন্দ বৈধ নয়। তবে যদি যাত্রীর লোয়ার বার্থের প্রয়োজন হয় এবং বুকিংয়ের সময় তা না পাওয়া যায়, তবে তার জন্য টিটিইর সাথে যোগাযোগ করা যেতে পারে। নতুন নিয়মে টিটিই আপনার জন্য লোয়ার বার্থয়ের ব্যবস্থা করে দিতে পারেন।
ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, যাদের চলাফেরায় অসুবিধা হতে পারে মূলত তাদের কথা মাথায় রেখেই লোয়ার বার্থের এই নিয়মের ভাবনা। এর জন্য প্রবীণ নাগরিকদের টিকিট বুকিংয়ের সময় রিজার্ভেশন ব্যবহার করা প্রয়োজন। বুকিংয়ের সময় যদি লোয়ার বার্থ যদি ফাঁকা দেখেন তাহলে তা পাওয়া যাবে। এই নতুন নিয়মে উপকৃত হবেন সাধারণ প্রবীণ নাগরিকরা।