বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:সম্প্রতি প্রয়াত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর মৃতদেহর প্রতি শ্রদ্ধা জানাতে অনেকেই উপস্থিত হয়েছিলেন তাঁর পাম এভিনিউর ফ্ল্যাটে। বাম জমানায় বাংলার অপর মুখ্য়মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য থাকতেন ৫৯ পাম এভিনিউয়ের একটি ছোট্ট ফ্ল্যাটে।
দুকামরার সেই সাদামাটা ফ্ল্যাট দেখার জন্য আচমকা উৎসাহ বেড়ে গিয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি বাম মনস্কদের অনেকেই একবার দেখতে চাইছেন বুদ্ধবাবুর সেই দুকামরার ফ্ল্যাট। যখন দেখা যায়, একজন পৌরসভার প্রধান হতেই পারলেই দু’এক বছরের মধ্যে তাদের ছোট ঘর হয়ে ওঠে ৩/৪ তলা বিলাস বহুল বাংলো বা সামান্য একটা মোটর সাইকেল হারিয়ে তিনি হয়ে ওঠে ২/৩টে বিদেশি গাড়ির মালিক। সেই খানে দাঁড়িয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের এই অতি সাধারণ সৎ জীবন যাপন দেখে মুগ্ধ নাগরিক মহল।
তাঁর দু’ কামরার ফ্ল্যাটে কোনো বাহুল্য নেই, আছে শুধু বই আর বই। একেবারে সাধারণ জীবনযাপন। নিরাপত্তারও কোনও বাহুল্য নেই। তাঁর সেই বাড়িই এখন দেখতে আসছেন অনেকে। সঙ্গে করে ফুল নিয়ে আসছেন। অফিস ফেরত লোকজনও আসছেন। গ্রাম থেকে কলকাতায় আসা মানুষের কাছেও এখন দেখার জায়গা সেই দুকামরার ফ্ল্যাট। এভাবেই তিনি বেঁচে আছেন সাধারণ মানুষের স্মরণে।