বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আর জি কর কান্ড সমস্ত দেশকে এমনভাবে নাড়া দিয়েছে যে সর্বস্তরের মানুষ প্রবল ক্ষুব্ধ। প্রাথমিকভাবেই নাগরিক মহলের ক্ষোভ পুলিশের উপর।

সেই বিষয়টা অনুধাবন করেই মঙ্গলবার আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। বুধবার বেলা ১০টার মধ্যে এই সমস্ত তথ্য প্রমাণ সিবিআইয়ের তদন্তকারী আধিকারিককে হস্তান্তর করতে হবে রাজ্য পুলিশের সিটকে। আদালতে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, ‘এটা একটা অদ্ভূত ঘটনা। তথ্য ও পারিপার্শিক প্রমাণ সংগ্রহ করতে আর সময় নষ্ট করলে চলবে না। প্রথম ৫ দিনে এই তদন্তের লক্ষ্যনীয় অগ্রগতি হওয়া উচিত ছিল। কিন্তু মামলাকারীদের বিশেষ করে নিহতের বাবা – মায়ের আবেদনকে স্বীকৃতি দিয়ে বলছি, তাঁরা তথ্যপ্রমাণ নষ্ট ও সাক্ষীদের প্রভাবিত করার যে আশঙ্কার কথা জানিয়েছেন তার প্রভূত সম্ভাবনা রয়েছে। আদালতের এই পর্যবেক্ষণের সঙ্গে সহমত নাগরিক মহল।

মঙ্গলবার যথেষ্ট উস্মা প্রকাশ করে বিচারপতি বলেন, “তাই আমরা এই তদন্তের ভার সিবিআইকে হস্তান্তর করছি। আদালতের নিজরদারিতে সিবিআই তদন্ত করবে সিবিআই। আদালতকে নিয়মিত রিপোর্ট দিতে হবে তাদের।’’বিচারপতি বলেন, ‘জনমানসে যখন রাজ্য সরকারের তদন্তকারী সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে তখন আদালতের এব্যাপারে পদক্ষেপ করা কর্তব্য। ঘটনার জেরে যে জনমানসে গভীর প্রভাব পড়েছে। যার ফলে ঘটনার দিনই বহু মানুষ রাস্তায় নেমেছিলেন। যাদের সামাল দিতে ব়্যাফ নামাতে হয় রাজ্যকে। এই অবস্থায় আদালত তার দায়িত্ব পালন করতে বাধ্য।’রাজ্য পুলিশকে আদালত নির্দেশ দেন, এখন পর্যন্ত যত তথ্য SIT সংগ্রহ করেছে, সেই সমস্ত তথ্য ও নথি বুধবারের মধ্যে CBI এর হাতে তুলে দিতে হবে। এই মুহূর্তে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *