বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:এই মুহূর্তে বাংলার জ্বলন্ত ইস্যু আর জি কর কান্ড। আর জি কর হসপিটালে কর্মরত একজন মহিলা চিকিৎসককে ধর্ষণ করে হত্যা করা হয়। সেই নির্মম হত্যা কেঁপে ওঠে বাংলা সহ সারা ভারত। এর আগেই সেই হত্যা কান্ড নিয়ে কড়া বিবৃতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রথম দিনই তিনি ফোনে কথা বলেছিলেন, সেই মৃত চিকিৎসকের মায়ের সঙ্গে। এবার সোমবার বেলা ১টা নাগাদ তিনি পৌঁছে গেলেন প্রয়াত চিকিৎসক মৌমিতার নাটাগরের বাড়িতে। তিনি কথা বলেন মৃতা চিকিসকের বাড়ির মানুষদের সঙ্গে।
এর আগে কাটোয়া বা অন্যান্য ঘটনার সময় মুখ্যমন্ত্রীর এই তৎপরতা দেখা যায় নি। কখনো তিনি ‘ছোট ঘটনা’, কখনোবা সিপিএমের নকশালের উপর দোষ চাপিয়েছিলেন। এবার কিন্তু তিনি সরাসরি পৌঁছে গেলেন তাঁর বাড়িতে। এই ধর্ষণ ও হত্যার ব্যাপারে পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে আগেই। পুলিশ প্রথম রক্তাক্ত মৃৎ চিকিৎসককে দেখেও ওই চিকিৎসকের বাড়িতে ফোন করে জানিয়েছিলেন যে তিনি আত্মহত্যা করেছেন। পুলিশের এই কথায় প্রবল ক্ষুব্ধ নাগরিক মহল। এদিকে বাংলার পুলিশমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তিনি দায় এড়িয়ে যেতে পারেন না। সেই কারণেই তিনি পৌঁছে গেলেন প্রয়াত চিকিৎসকের বাড়িতে।