বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:৫ তারিখ শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে আসার পরেই বাংলাদেশে শুরু হয় সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার। বিভিন্ন জেলায় ৫০টির বেশি মন্দিরে হামলা হয়।

এই পরিস্থিতিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন,এটা সব ধর্মের মানুষের দেশ। যে মানুষ সারা দিন মসজিদে গিয়ে নামাজ পড়েন সে কখনো অন্য ধর্মের মানুষের উপর আক্রমন করতে পারে না। ইসলাম বলছে, সমস্ত ধর্মের মানুষকে নিরাপত্তা দিতে হবে। এরপর তিনি বলেন, ‘আমি আমার সংখ্যালঘু ভাইদের কাছে মাফ চাই। মাফ। একটা বিশৃঙ্খলার মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে। এখনও যাচ্ছে। সংখ্যালঘুদের কিছু কিছু জায়গায় এখনও হিংসার শিকার হতে হচ্ছে। তবে শুনেছি অনেক জায়গায় সমাজ সংঘবদ্ধ হয়ে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করেছে।

এটাও ঠিক বহু জায়গায় বহু মুসলিম ভাইরা রাত জেগে হিন্দু মন্দির পাহারা দিচ্ছে। তিনি আরো বলেন, ‘সংখ্যালঘু ভাইদের কাছে আমি ক্ষমা চাইছি। পুলিশ, ব়্যাব সহ যে সব নিরাপত্তা বাহিনী আমি মোতায়েন করতে পারতাম, তাদের অবস্থা এখনও ভালো না। তবে তারা ফিরে আসবে।’ এর আগে বাংলাদেশের একটি সংবাদপত্রকে তিনি বলেছিলেন, ‘বাংলাদেশে আমি সংখ্যালঘু বলতে কাউকে বুঝি না। আমরা সবাই বাংলাদেশি। প্রচলিত রাষ্ট্রব্যবস্থা ভেঙে পড়ায় দেশ জুড়েই অরাজকতা হয়েছে। সংখ্যালঘুদের অধিকার আছে প্রতিবাদ করার, তাই ওঁরাও করছেন। এই মুহূর্তে আমরা কিছুতেই আর এরকম ঘটনা ঘটতে দেব না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *