বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:গত লোকসভা নির্বাচন ও বিধানসভা উপ নির্বাচনে ব্যাপক সাফল্যর পরেও স্বস্তিতে নেই তৃণমূলের উচ্চ নেতৃত্ব। ক্রমাগত সামনে আসছে বিভিন্ন এলাকার আঞ্চালিক নেতৃত্বের দাদাগিরি, তোলাবাজি, সিন্ডিকেটরাজ সহ বহু অভিযোগ। এবার নতুন করে সেই দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নিলেন অভিষেক।

অভিষেক জানিয়েছে, যদি দলের কেউ অন্যায় করে তা ভিডিও করে পাঠান। আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবো। তিনি আগেই চালু করেছিলেন, এক ডাকে অভিষেক। সেখানে তিনি ৭৮৮৭৭৭৮৮৭৭ নম্বর দিয়ে অভিযোগ জানাতে বলেছিলেন। এবার সেই নম্বরেই তৃণমূল নেতাদের অন্যায়, ধমকানো, চমকানো, দাদাগিরি ইত্যাদির অভিযোগকে ভিডিও করে পাঠাতে বললেন। মূলত এদিন অভিষেক জানিয়ে দেন, দলের পদ ব্যবহার করে দাপট দেখানো যাবে না। সেই সংক্রান্ত কোনও নালিশ থাকলে তা জানানো যাবে এই নম্বরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *