বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বাংলার রাজনীতিতে ‘সৎ মানুষ’ বলে সর্বজন স্বীকৃত প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি আজ নেই। তাঁর মরদেহে পুষ্পার্ঘ দিয়ে চলেছেন বাংলার রাজনৈতিক মহল। রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী হিসাবে থেকেছেন একটা দীর্ঘ সময়। সেই বিধানসভায় আজ পৌঁছল বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ।

শেষ শ্রদ্ধা জানালেন ফিরহাদ হাকিম, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়রা। শেষ শ্রদ্ধা জানান বিধানসভায় উপস্থিত বহু বিধায়ক ও বিধান সভার কর্মীরা।

বিধানসভায় আজ বিধায়ক ও রাজনৈতিক নেতৃত্বের ভিড় উপচে পড়ছে। বিধানসভায় যে জায়গায় প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে শায়িত রাখা হয়েছিল শেষ শ্রদ্ধা জানানোর জন্য। সোমনাথ চট্টোপাধ্যায়কে শায়িত রাখা হয়েছিল। সেখানেই আজ শেষ শ্রদ্ধা জানানো হল বুদ্ধবাবুকে। তাঁর কমরেডরা তো আছেনই, সঙ্গে আছেন শাসকশিবিরের বিধায়ক, সাংসদ, মন্ত্রীরাও। দলমত নির্বিশেষে সকলে উপস্থিত। প্রত্যেকের কন্ঠই আবেগ তাড়িত। অনেককেই দেখা যায় রুমাল দিয়ে চোখ মুছতে। বুদ্ধজায়া মীরা ভট্টাচার্য উপস্থিত আছেন। সর্বক্ষণের ছায়াসঙ্গী তিনি। শেষ বিদায়েও ছায়া হয়েই থাকলেন। মীরা দেবীর কাছে গেলেন শুভেন্দু অধিকারী। কথা বলেন সুজন চক্রবর্তীর সঙ্গেও। বিধানসভার গেটে অঝোরে কান্না কর্মী সমর্থকদের। এই আবেগ, এই ভালোবাসার মধ্যেই বেঁচে থাকবেন বুদ্ধদেব ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *