বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আবার নতুন করে শুরু হয়েছে বাংলাদেশে গন্ডগোল। ইতিমধ্যে অন্তত ১০০ জনের বেশি মারা গেছে। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন ভারত। ভারতের আশঙ্কা, সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ এবার বৃদ্ধি পেতে পারে। এমনিতেই শরণার্থী সমস্যা নিয়ে উদ্বেগে কেন্দ্র। এর উপরে বাংলাদেশের অশান্তির জেরে উদ্বেগ আরও বেড়েছে। সংরক্ষণ আন্দোলনের পর এবার অসহযোগ আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আহত আরও শতাধিক মানুষ। পরিস্থিতি সামাল দিতে কার্ফু জারি করা হয়েছে। ইন্টারনেট সম্পূর্ণ শাটডাউনের নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতেই উদ্বেগ বাড়াচ্ছে শরণার্থী সমস্যা। উত্তপ্ত বাংলাদেশে অশান্তি এড়াতেই বহু মানুষ ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে আসতে পারেন, এমনটাই আশঙ্কা করা হচ্ছে।
অনুপ্রবেশ যাতে না বাড়ে, তার জন্য ফুলবাড়ি সীমান্তে ইতিমধ্যেই অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। দুই গাড়ি ভারতীয় সেনা জওয়ান পাঠানো হয়েছে। আপাতত ফুলবাড়ি সীমান্তে আমদানি-রফতানি বন্ধ। অন্যান্য সীমান্ত এলাকায়ও বাড়ানো হয়েছে রক্ষী। প্রসঙ্গত, ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সাহায্য চেয়ে কেউ দরজায় কড়া নাড়লে তাদের ফেরানো হবে না। তাঁর এই মন্তব্যের পরই শরণার্থী বিতর্ক মাথাচাড়া দিয়ে ওঠে। বাংলাদেশ সরকারের তরফেও সেই সময় বলা হয়, “মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে বিতর্ক তৈরি হবে।” শুধু বাংলায় নয়, ঝাড়খণ্ডেও বিতর্ক তৈরী হয় অনুপ্রবেশ নিয়ে। এবার কড়া পাহারার ব্যবস্থা করলো ভারত।