বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বর্ষায় জামা-কাপড় শুকোতে চায় না। ঘামে ভেজা জামা কাপড়ে দুর্গন্ধ হয়। সেই দুর্গন্ধ দূর করার কিছু সহজ উপায় –
১) জামা-কাপড় অন্তত ৩০/৩৫ মিনিট সাবান জলে ভিজিয়ে রেখে তারপর হালকা করে কেচে মেলে দিন।
২) ডিটারজেন্টের সঙ্গে অল্প লেবুর রস মিশিয়ে দিলে সহজেই দুর্গন্ধ দূর হবে।
৩) বৃষ্টির সময় জামা কাপড়ে কাঁদার দাগ লাগলে আগে ডিটারজেন্ট দিয়ে সেই কাঁদার দাগ ধুয়ে নিন। পরে অল্প ডিটারজেন্ট দিয়ে পুরো কাপড়টা ধুয়ে নেবেন।
৪) এক সঙ্গে অনেক জামা মেশিনে ধোবেন বলে জমিয়ে রাখবেন না। এতে ওই কাপড়ে উৎকট গন্ধ হয়। অল্প অল্প করে ধুয়ে নিন।