বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: প্যারিস অলিম্পিক্সে এবার ভারতীয় দলের সদস্য সংখ্যা ১১৭। এই ১১৭ জন ক্রীড়াবিদের মধ্যে একটি বিশ্ববিদ্যালয় থেকেই প্রতিনিধির সংখ্যা ২১%। অবাক করা তথ্য হলেও এটাই বাস্তব। মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পর প্যারিস অলিম্পিক্সে যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি সবথেকে বেশি তা হল ভারতের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি (এলপিইউ)।
ভারতের এই বেসরকারি বিশ্ববিদ্যালয়টি প্যারিস অলিম্পিক্সে একটি অসাধারণ মাইলফলক অর্জন করেছে। খেলাধুলা এবং শিক্ষায় শ্রেষ্ঠত্বের জন্য এই বিশ্ববিদ্যালয়ের সুনাম রয়েছে। চলতি প্যারিস অলিম্পিক্সে ভারতীয় দলে ১১৭ জন ক্রীড়াবিদ রয়েছে, যেখানে এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর সংখ্যা ২১%। এই শিক্ষার্থীদের মধ্যে জ্যাভলিন, কুস্তি, হকি, অ্যাথলেটিক্স, শ্যুটিং এবং বক্সিং সহ বিভিন্ন ক্রীড়া শাখার ক্রীড়াবিদরা আছেন।
প্যারিস অলিম্পিক্সে নির্বাচিত উল্লেখযোগ্য এলপিইউ অ্যাথলিটদের মধ্যে নীরজ চোপড়া(বিএ) আছেন। টোকিও ২০২০ অলিম্পিক্সে পুরুষদের জ্যাভলিন থ্রো-তে স্বর্ণপদক বিজয়ী নীরজ এই বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র। মহিলাদের ৪৯ কেজি বিভাগে একজন তারকা ভারোত্তোলক মীরাবাই চানু (এমএ সাইকোলজি) এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।
এলপিইউ থেকে ভারতীয় হকি দলের সদস্যদের মধ্যে রয়েছেন অধিনায়ক হরমনপ্রীত সিং, হার্দিক সিং, শমসের সিং, মনদীপ সিং, সুখজিৎ সিং (সবাই বিএ-র ছাত্র), মনপ্রীত সিং, গুরজন্ত এমবিএ করছেন এই বিশ্ববিদ্যালয় থেকে।
অশোক কুমার মিত্তল, সংসদ সদস্য (রাজ্যসভা) এবং এলপিইউ-এর প্রতিষ্ঠাতা চ্যান্সেলর, গর্ব ও আনন্দ প্রকাশ করে বলেছেন, “আমরা খুব গর্বিত এবং আনন্দিত আমাদের শিক্ষার্থীদের এই সাফল্যে। আমাদের সমস্ত ছাত্রদের অভিনন্দন জানাই। তাঁরা শুধুমাত্র প্যারিস অলিম্পিক্সে ভারতীয় দলে স্থান অর্জন করেননি একইসঙ্গে লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিকে বিশ্বব্যাপী তুলে ধরেছেন।’
একইসঙ্গে অশোক কুমার মিত্তল আরও জানিয়েছেন, আমরা প্যারিস অলিম্পিক্সে দ্বিতীয় বৃহত্তম দল পাঠিয়েছি, আমেরিকার বিখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরেই রয়েছে আমাদের নাম। যেকোনো বিশ্ববিদ্যালয়ের জন্য, তাদের একজন শিক্ষার্থী অলিম্পিক্সে দেশের প্রতিনিধিত্ব করা একটি অসাধারণ অর্জন। প্যারিস অলিম্পিক্সে আমাদের বিশ্ববিদ্যালয়ের ২৪ জন শিক্ষার্থী বিভিন্ন বিভাগে অংশ নিয়েছেন, এটা আমাদের কাছে বিরাট গর্বের।’
প্যারিস অলিম্পিক্সে অংশ নেওয়া উল্লেখযোগ্য এলপিইউ অ্যাথলিটদের মধ্যে রয়েছেন বক্সার লভলিনা বরগোঁহাই (বিএ,), জেসমিন (বিপিএড ) এবং প্রীতি পাওয়ার (বিএসসি স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা), কুস্তিগীর আংশু (এমএ ইংলিশ), ভিনেশ ফোগট (এমএ সাইকোলজি) এবং অন্তিম পাঙ্ঘাল। শ্যুটার অর্জুন সিং চিমা (এমএ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন)।
এছাড়াও ক্রীড়াবিদ কিরণ পাহাল (বিএ), বলরাজ পানওয়ার(বিবিএ), পরমজিৎ, বিকাশ , তিরন্দাজ ধীরজ বোম্মাদেবরা এবং তরুণদীপ রাই অলিম্পিক্সে এই বিশ্ববিদ্যালয় থেকেই প্রতিনিধিত্ব করছেন। টোকিও অলিম্পিক্সে এই প্রতিষ্ঠানের ১৩ জন শিক্ষার্থী ছিলেন।