বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শনিবার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তাজপুরে বনদপ্তরের জমি পুনরুদ্ধার করতে যান বনদপ্তরের রেঞ্জার মনীষা সাউ। আর তখন তীব্র ও কুৎসিত ভাষায় তাঁকে আক্রমন করেছিলেন কারামন্ত্রী অখিল গিরি। তৃণমূলের প্রবল চাপে রবিবার অখিল গিরি নিজের কথার জন্য ক্ষমা প্রার্থনা করলেও তাঁকে সম্ভবত মন্ত্রীত্ব ছাড়তে হচ্ছে – তৃণমূল সূত্রে এমন খবর পাওয়া যাচ্ছে। তৃণমূল কার্যত নজিরবিহীনভাবে সিদ্ধান্ত নেয় যে অখিল গিরিকে মন্ত্রিত্বের পদ থেকে সরানো হবে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভিডিয়ো দেখার পরে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। এরপরই সুব্রত বক্সি ফোন করেন অখিল গিরিকে। তাঁকে বনদফতরের মহিলা রেঞ্জারের কাছে নিঃশর্তে ক্ষমা চাওয়ার জন্য নির্দেশ দেন। কিন্তু তারপরেও অখিল গিরির একেবারে ডোন্ট কেয়ার মনোভাব।
কাল বিলম্ব না করে তৃণমূল ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে যে,অখিল গিরি প্রথমে ক্ষমা চাইবেন। পরে পদত্যাগ করবেন। যদি পদত্যাগ না করেন, তাহলে তাঁকে মন্ত্রিসভা থেকেই বরখাস্ত করা হবে। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে এমনটাই জানা গিয়েছে। সব দিক ঠিকঠাক থাকলে মন্ত্রিসভা থেকে সরে যেতে হচ্ছে অখিল গিরিকে।