বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বেআইনি উচ্ছেদ সরকারের সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত কার্যকর করতে গিয়ে শনিবার কারামন্ত্রী অখিল গিরির দাদাগিরির মুখে পড়তে হয়েছিল বন দপ্তরের মহিলা আধিকারিককে। মন্ত্রী অখিল গিরি তাঁকে ধমক দিয়ে বলেন, “আপনার আয়ু ৭-৮ দিন, ১০ দিন!’’ তাঁকে জানোয়ার, বেয়াদব বলতেও শোনা যায় তাঁকে। তা নিয়ে চরম বিতর্ক ছড়ায়। চারিদিকে ধিক্কার ওঠে মন্ত্রীর কথায়। রবিবার সেই কথার প্রসঙ্গ টেনে ক্ষমা চাইতে বাধ্য হলেন অখিল গিরি।
তিনি রবিবার সাংবাদিকদের সামনে স্বীকার করলেন, “আমি একটু রাগান্বীত হয়ে যে কথা বলে ফেলেছি, যে আচরণ করে ফেলেছি, সেটা ঠিক নয়। সেই কথাটা বলা অনুচিত। এক জন আধিকারিককে যে কথা বলেছি, সেটা নিশ্চিত ভাবে আমার বলা ঠিক হয়নি।”তারপরে তিনি অবশ্য নিজের মতো করে একটা তত্ত্ব দাঁড় করিয়ে বলেন, পরিস্থিতি সামাল দিতেই নাকি তাঁর এহেন আচরণ। তাঁর কথায়, “সে সময়ে যদি বিষয়টা আমি হাতে না নিতাম, তাহলে গ্রামে অন্য পরিস্থিতি তৈরি হত। একেবারে তিন চারশো লোক ঝাঁপিয়ে পড়ত।” কারামন্ত্রী প্রথম থেকেই বন দফতরের একাধিক দুর্নীতি ফাঁস করার হুঁশিয়ারি দিচ্ছিলেন। কিন্তু এবার সরাসরি সংশ্লিষ্ট মহিলা আধিকারিকদের বিরুদ্ধেই বলেন, “ওঁর কথাবার্তাটা ঠিক নয়। বর্তমান যে রেঞ্জার, এখন কন্ট্রাক্টে আছেন, তাঁদের জেলা প্রশাসনেরও কেউ পছন্দ করেন না। ওঁ পরিস্থিতিটা জটিল করেছেন। দায়িত্বশীল মন্ত্রী হিসাবে আমার হয়তো ওই কথা বলা ঠিক হয়নি, পরে বুঝতে পেরেছি। নিজেই দুঃখ পেয়েছি। “