বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিতে নাজেহাল দক্ষিণবঙ্গ। দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বন্যা তৈরী হয়েছে। বিশেষ করে বর্ধমান, বাঁকুড়া প্রায় জলের তলায়। এই পরিস্থিতিতে রবিবারের আপডের দিলো আবহাওয়া অফিস।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ থেকে বৃষ্টির দাপট কমবে দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টির আর তেমন সম্ভাবনা নেই। তবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। রবিবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে দুই ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। আজ বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, নদিয়াতে। ভিজতে পারে কলকাতা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলিতেও। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার আরও কমবে বৃষ্টি। আগামীকাল দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টির সতর্কতা নেই। এরপর মঙ্গলবার অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ ও পুরুলিয়ায় কিছু অংশে। ভারী বর্ষণ হতে পারে। আজ কলকাতায় আজ কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস রয়েছে। তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আপাতত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বুধবার পর্যন্ত।
আবার বৃষ্টি বাড়তে ছেলেছে উত্তরবঙ্গে। আজ রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায়। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে।