বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:অখিল আছেন অখিলেই। তাঁকে আটকানোর ক্ষমতা কারোর নেই। এর আগে অত্যন্ত কুৎসিত ভাষা ও ভঙ্গিমায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আক্রমন করেছিলেন তিনি। আর এবার মহিলা ফরেস্ট অফিসার মনীষা সাউকে পেটানোর হুমকি দিলেন মন্ত্রী অখিল গিরি। মহিলা ফরেস্ট অফিসারকে ‘বেয়াদপ’, ‘জানোয়ার’, এমনকী ডাং দিয়ে পেটানোর হুঁশিয়ারি মন্ত্রী অখিল গিরির।
তাজপুরে জবর দখল উচ্ছেদে গিয়েছিলেন ওই মহিলা বিট অফিসার। বনদফতরের আধিকারিকরা গিয়েছেন শুনে হাজির হন রামনগরের বিধায়ক অখিল গিরি। এরপরই শুরু হয় ‘মন্ত্রিমশাই’য়ের দাপাদাপি। মন্ত্রীকে বলতে শোনা যায়, “ম্যাডাম আপনি সবাইকে নিয়ে চলুন। বেশিদিন থাকতে পারবেন না। আপনার আয়ু ৭-৮ দিন, ১০ দিন। আমি আপনাকে বলছি। সে বিট অফিসার টফিসার, আমি জানি ফরেস্টের কী কাজ হয়। কত বড় দুর্নীতি আমরা সব জানি। বিট অফিসারের বিরুদ্ধে কী আছে আমি সব জানি। আমি কিন্তু সব ফাঁস করে দেব বিধানসভায়। আপনি আমাকে চেনেন না।” স্বাভাবিক কারণেই একজন মন্ত্রীর মুখে ওই কথা শুনে খুবই অপমানিত হন মহিলা বিট অফিসার। পাল্টা তিনি বলেন, “আমার তো কারও সঙ্গে শত্রুতা নেই। আপনার সঙ্গেও নেই, ওদের সঙ্গেও নেই। আমার ডিউটি করতে এসেছি।” এরপর আবারও আঙুল নাচিয়ে অখিল গিরি বলেন, “২৫ ফুট আমরা নিলাম। এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। বেশি কথা বলবেন না আপনি একদম। এরকম জানোয়ার, বেয়াদপ রেঞ্জার আসেনি কখনও।” এরপরে ক্ষুব্ধ ও ক্ষুন্ন, অপমানিত বিট অফিসার চলে যান। তৃণমূলের পক্ষ থেকে অফিসিয়ালি এর কোনো প্রতিক্রয়া না পাওয়া গেলেও বনমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন,”একজন কর্মরত অফিসার, তিনি মহিলা, কোনওভাবেই তা সমর্থন করি না। আমার মনে হয় অখিলদার ব্যক্তিগত কিছু বলার থাকলে আমার সঙ্গে কথা বলে নিতে পারতেন। মহিলা অফিসারকে ডিউটিরত অবস্থায় এটা বলা ঠিক না।”