বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: হকার উচ্ছেদ ৩০ দিন বন্ধ রাখার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু বিভিন্ন পৌরসভা নিজেদের মতো করে আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছে। বীরভূমের রামপুরহাটে ২৯ জুন থেকে উচ্ছেদ অভিযান শুরু করার সিদ্ধান্ত নেয় রামপুরহাট পৌরসভা ও মহকুমা প্রশাসন।

উচ্ছেদের খবর পেয়ে সেদিন ভোররাত থেকেই হাতে জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নেমে আন্দোলন শুরু করেন রামপুরহাটের ফুটপাত ব্যবসায়ী ও তাঁদের পরিবারের লোকজনেরা। আন্দোলনের ফলে সেই সময় পিছু হটতে হয় প্রশাসনকে। পরে তারা এই নাকি আলোচনা করে সিদ্ধান্তে আসেন যে আরো কয়েকদিন সময় দেওয়া হবে।

সোমবার দুপুরে রামপুরহাট মহকুমা শাসকের দফতরের বৈঠক করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশীস বন্দ্যোপাধ্যায়, রামপুরহাট মহকুমা শাসক সৌরভ পান্ডে, রামপুরহাট থানার আইসি সুকমল ঘোষ, রামপুরহাট পুরপ্রধান সৌমেন ভকত এবং ফুটপাত উচ্ছেদ বিরোধী যৌথ মঞ্চের ছ’জনের কোর কমিটির সদস্য। দফায় দফায় বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারি জমিতে থাকা দখলদারদের নিজেদের কাঠামো সরিয়ে নেওয়ার জন্য ১০ জুলাইয়ের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই সময় সীমার মধ্যে সরকারি জমি দখলমুক্ত করতে হবে। তবে কোন কাঠামো বা ছাউনি তৈরী না করে ব্যবসা করতে পারবেন এলাকার ফুটপাত ব্যবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *