বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:একথা স্বীকার করতেই হবে যে গত ১০/১২ বছরে দীঘা একেবারে নতুন রূপে সেজে উঠেছে। দীঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের হাত ধরে এখন দীঘা যথার্থ অর্থেই দীঘা সুন্দরী।

গত কয়েক বছর ধরেই দীঘা সেজে উঠেছে নতুন রূপে। ফলে মানুষ দীঘামুখী হচ্ছেন অনেকেই। প্রথম মুখ্যমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, দীঘাকে গোয়ায় পরিনত করবেন। গোয়া হয়েছে কিনা বলা যাবে না, কিন্তু দীঘা অনেক আধুনিক হয়েছে, অনেক সেজে উঠেছে। আবার এটাও ঠিক নতুন দোকান করার জন্য দীঘায় অনেক ঝাউ গাছ কাটাও গেছে। তবে সবটা মিলিয়ে দীঘা অনেক সুন্দর হয়ে উঠেছে। হোটেলের সংখ্যা বেড়েই চলেছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এখন দীঘায় প্রতিদিন যাচ্ছে প্রচুর সরকারি ও বেসরকারি বাস।

দীঘার সমুদ্র লাগোয়া মেরিন ড্রাইভ রোড হয়েছে অনেক পরিষ্কার। হকারকে আর বসতে দেওয়া হচ্ছে না। ফলে পর্যটকেরা বিনা বাঁধায় ঘুরে বেড়াতে পারছেন। সম্প্রতি মেরিন ড্রাইভের কাজ শেষ হয়েছে। ফলে নিউ দীঘা থেকে ওল্ড দীঘা হয়ে একদম মোহনা পর্যন্ত মানুষ স্বচ্ছন্দে হেঁটে যেতে পারছে। এদিকে নিউ দীঘায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের জগন্নাথ মন্দিরের কাজ প্রায় শেষ। বেসরকারি সূত্রে খবর, আগামী ৭ জুলাই রথের দিন হয়তো মুখ্যমন্ত্রী উদ্বোধন করে দেবেন জগন্নাথ মন্দিরের। আর সে ক্ষেত্রে দীঘার মাথায় যুক্ত হবে নতুন পালক। বর্ষায় দীঘার ঢেউ অনেক বেড়ে যায় বলেই মানুষ বর্ষায় ভিড় জমায় দীঘায়। এ বছরও জুনের মাঝামাঝি থেকেই দীঘাতে ভিড় বাড়া শুরু করেছে। আগামী কয়েক দিনের মধ্যে দীঘায় পর্যটকের ঢল নামবে বলেই স্থানীয় ব্যবসায়ীদের বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *