বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:লোকসভা নির্বাচনে বাংলায় তৃণমূলের ব্যাপক সাফল্যর পরে বিজেপি নিজেদের মতো করে তাদের হারের ব্যাখ্যা দিয়েছে। কিন্তু এরই মধ্য দিন দুই আগে সংসদ ভাবনের একটা ছবি সর্বত্র ভাইরাল হয়।

তারই প্রেক্ষিতে শনিবার তৃণমূলের পক্ষ থেকে আরেকটি ছবি পোষ্ট করে আগের ছবিকে ‘ফেক’ ছবি বলে দাবি করা হয়। ভাইরাল হওয়া প্রথম ছবিতে দেখা যাচ্ছে, তৃণমূলের তিন মহিলা সাংসদ কৃষ্ণনগরের মহুয়া মৈত্র, মেদিনীপুরের জুন মালিয়া এবং যাদবপুর থেকে জয়ী সায়নী ঘোষকে। মহুয়ার চোখ বোজা। মাথাটা পিছন দিকে হেলানো। জুন সামনের দিকে তাকিয়ে। আর সায়নীর চোখ নীচের দিকে নামানো। সেই ছবি দিয়ে বিজেপি এবং বামেদের অনেকেই সমাজমাধ্যমে পোস্ট করে লেখেন, ‘‘কৃষ্ণনগর আর যাদবপুর ঘুমিয়ে পড়েছে।’’ রাজ্য বিজেপির মুখপাত্র তরুণজ্যোতি তিওয়ারিও তাঁর ফেসবুকে এই ছবিটি পোস্ট করেছিলেন। যদিও বামেদের প্রথম সারির কাউকে সে ভাবে এই ছবি নিয়ে বিদ্রুপ করতে দেখা যায়নি। এটাও ঠিক সাধারণভাবে বামেরা খুব বেশি ব্যক্তি আক্রমন করেন না।

এবার ময়দানে নেমেছে তৃণমূল।
তারা তিন সাংসদের জাগ্রত একটি ছবি পোষ্ট করে লেখেন, এটাই হলো আসল ছবি। আগের ছবিটি বিজেপির তৈরী করা ফেক ছবি। তৃণমূলের তরফে সংসদ টিভির যে ফুটেজ ছড়িয়ে দেওয়া হয়েছে, তাতে দেখা যাচ্ছে শিবসেনা (ইউবিটি)-র সাংসদ অরবিন্দ সওয়ান্ত সংসদে বক্তৃতা করছেন। ঠিক তাঁর পিছনের সারিতেই বসে রয়েছেন মহুয়া, জুন এবং সায়নী। সকলেই সামনের দিকে তাকিয়ে। সঙ্গে লেখা হয়েছে -‘তৃণমূল মানে জেগে থাকা।’ এই নিয়ে প্রশ্ন করা হলে কুনাল ঘোষ বলেন, ‘‘বিজেপি দলটাই বিকৃত মানসিকতার। বিকৃত রাজনীতির। তাই ওরা এ সবই করে। এগুলো হাস্যকর।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *