বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:তাপ প্রবাহ থেকে রেহাই মিলল ঠিকই কিন্তু জলযন্ত্রণার মুখে রাজধানীর বাসিন্দারা। শুক্রবার ভোর থেকে ৩ ঘণ্টায় ১৪৮.৫ মিলিমিটার বর্ষণ হয়েছে দিল্লিতে। তার জেলে দিল্লির একাধিক এলাকায় জল জমে গিয়েছে। একাধিক জায়গায় বাড়ির ভেতরে পর্যন্ত জল ঢুকে গিয়েছে। একাধিকা রাস্তায় উপড়ে পড়েছে গাছ।

বৃষ্টির দাপট এতোটাই ছিল যে দিল্লি বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদের একাংশ ভেঙে পড়ে ভোরবেলা। তার জেরে একজন মারা গিয়েছেন। আহত হয়েছেন ৫ জন। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে ছুটে গিয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী। দুর্ঘটনার জেরে দুপুর ২টো পর্যন্ত টার্মিনাল ১-এ বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছে।

প্রবল দহনজ্বালা থেকে মুক্তি পেয়েছে ঠিকই দিল্লিবাসী। কিন্তু মুক্তি পেতে গিয়ে নতুন বিপদ হাজির। মাত্র ৩ ঘণ্টার বৃষ্টিতে যে দিল্লির এই হাল হতে পারে এইকথা প্রায় কখনও ভাবতে পারেননি তাঁরা। এমনকী ঘরের মধ্যে পর্যন্ত জল জমে গিয়েছে। জল থৈ থৈ সড়ক। ট্রাফিক পরিষেবা ভীষণ ভাবে ব্যহত হচ্ছে একাধিক জায়গায়। অফিস পৌঁছতে হিমসিম খেতে হবে দিল্লিবাসীকে।

এদিকে দিল্লি বিমানবন্দরের ছাদ ভেঙে পড়ার ঘটনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেেগছেন বিরোধীরা। ২০০৯ সালে তৈরি হয়েছিল বিমানবন্দরের ১ নম্বর টার্মিনাসটি। অর্থাৎ সেসময় কেন্দ্রে ছিল ইউপিএ সরকার। সেসময় ভাল করে এটি তৈরি করা হয়নি বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী। দুর্ঘটনায় ইতিমধ্যেই ১ জনের মৃত্যু হয়ছে। আহত হয়েছেন ৫ জন। মৃতের পরিবারকে ২০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। আহতদের চিকিৎসায় ৩ লক্ষ টাকা করে দেওয়া হবে।

এদিকে বিরোধীরা এই ঘটনা নিয়ে কেন্দ্রকে নিশানা করেছে বিরোধীরা। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সাকেত গোখেল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ঘটনা নিয়ে মোদী সরকারকে নিশানা করে লিখেছে, নির্বাচনের জন্য তাড়াহুড়ো করে এই বিমানবন্দরের টার্মিনালের উদ্বোধন করা হয়েছিল। তার মাশুল দিল ৩টি প্রাণ। কংগ্রেসও এই নিয়ে মোদী সরকারকে নিশানা করেছে।

এদিকে দিল্লির একাধিক জায়গায় জল জমে রয়েছে। সাকেত মেট্রো স্টেশনের বাইরে জল জমে যাওযায় যাত্রী চলাচলে সমস্যা তৈরি হয়েছে। দিল্লির লোধি এস্টেট এলাকায় একাধিক জায়গায় জল জমে গিয়েছে। দিল্লির প্রগতিময়দান থানা এলাকাতেও টানেল গুলিতে জল জমে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *