বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ফুটপাথ ও সরকারি জমি দখল মুক্ত করতে উঠে পড়ে লেগেছে পুলিশ। আর তাতেই জানা গেলো শিলিগুড়ির গৌতম ঘনিষ্ঠ দাপুটে নেতা দেবাশিস প্রামানিক বিস্তর সরকারি জমি দখল করে রেখেছিলেন। মুখ্যমন্ত্রীর প্রবল চাপের মুখে পড়ে এবার ধরপাকড় শুরু হয়ে গেল।
শিলিগুড়ি পুরসভার মেয়র তথা প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের ঘনিষ্ঠ নেতা দেবাশিস প্রামাণিককে বুধবার গ্রেফতার করল পুলিশ। দেবাশিস হলেন ডাবগ্রাম-ফুলবাড়িতে তৃণমূলের ব্লক সভাপতি। এই ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক ছিলেন গৌতম দেব। সূত্রের খবর, দেবাশিসের বিরুদ্ধে সরকারি জমি জবরদখলের অভিযোগ রয়েছে। এ ব্যাপারে প্রশাসনের কাছে অনেক দিন ধরে সেই অভিযোগ পুঞ্জীভূত হচ্ছিল।
কিন্তু সাহস করে তেমনভাবে কেউ প্রতিবাদ করতে পারে নি। কারণ দেবাশিস বাবুর ভয়ে শিলিগুড়িতে বাঘে গোরুতে এক ঘাটে জল খায়। কিন্তু মুখ্যমন্ত্রী অভিযোগ করার পরেই পুলিশ তৎপর হয়ে ওঠে। কদিন আগে পুরসভার মেয়রদের নিয়ে বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকে শিলিগুড়ির মেয়র গৌতম দেবও উপস্থিত ছিলেন। সূত্রের দাবি, সেদিনও গৌতম দেবকে উত্তরবঙ্গে জমি মাফিয়াদের ব্যাপারে সতর্ক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা ছাড়া অর্থ সচিব মনোজ পন্থ, এডিজি আইনশৃঙ্খলা মনোজ ভার্মা এবং সেচ দফতরের সচিব প্রভাত মিশ্রকে নিয়ে মুখ্যমন্ত্রী একটা কমিটি গঠন করে দিয়েছেন। দেবাশিসের বিরুদ্ধে পুলিশ জমি দখল, নথি বিকৃত করা মানুষকে ভয় দেখানো সহ একাধিক ধারা আনা হয়েছে। বুধবার পুলিশ তার স্বাস্থ্য পরীক্ষা করান। কংগ্রেস থেকে গৌতম দেবের হাত ধরে তৃণমূলে যোগ দেওয়ার পড়ে দেবাশিসকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। ফুলবাড়ী এলাকায় তার সাধারণ বাড়ি হয়ে উঠেছে প্রাসাদোপম বাড়ি। তিনি জলপাইগুড়ির জেলা পরিষদের সদস্য ছিলেন।