বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এটাই যথার্থ রামকৃষ্ণ, রবীন্দ্রনাথ, বিবেকানন্দের ভারতবর্ষ। যেখানে সব ধর্মের মানুষ একসঙ্গে ধর্ম পালন করতে পারে। এটাই রামকৃষ্ণের ‘যত মত তত পথ।’
তেমনই নজির তৈরী হলো দুর্গাপুর ডিএসপি টাউনশিপের মাঠে। এই মাঠেই তৈরী হয়েছিল জগন্নাথের মাসির বাড়ির মন্ডপ। কিন্তু গত দু’বছর ধরে ওই মাঠেই ঈদের নমাজ পড়তেন ইসলাম ধর্মের মানুষেরা। সেখানেই রথের মেলা বসে। দিনভর ধর্মীয় অনুষ্ঠান হয়। ওই মাঠে ইতিমধ্যেই রথযাত্রা পালন উপলক্ষে নানা কাজের প্রস্তুতি শুরু করে দিয়েছেন কর্তৃপক্ষ। চলছে মণ্ডপ বাঁধার কাজ। ইদগাহ কর্তৃপক্ষ ইস্কন কর্তাদের জানিয়েছিলেন, ওই মাঠেই প্রত্যেক বছর বকরি ইদের নমাজ পড়া হয়। ইস্কন কর্তৃপক্ষ নমাজ পড়ার সুবিধার জন্য দ্রুত মাঠে ত্রিপল টাঙানোর ব্যবস্থা করেন। এ দিন বৃষ্টিভেজা সকালে শামিয়ানার নীচে কয়েকশো মানুষ নমাজ পড়েন। কোলাকুলিতে ইদের শুভেচ্ছা বিনিময় করেন।
ভারতবর্ষের মাটিতে যত বেশি এই ধরনের নিদর্শন তৈরী হবে, ভারতের সেকুলারিজম তত বেশি বলিষ্ঠ হবে বলেই মত নাগরিক মহলের। আকবর রোড ইদগাহ কমিটির পক্ষ থেকে হারুন আল রসিদ বলেন, “দুর্গাপুরের ইস্কন কর্তৃপক্ষ নমাজ পড়ার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে মাথার উপরে ছাউনির ব্যবস্থা করে দেন। সকালে বৃষ্টির মধ্যেও আমাদের নমাজ পাঠ সুষ্ঠুভাবে হয়েছে। ইস্কন কর্তৃপক্ষ আন্তরিক ভাবে সহযোগিতা করেছেন। রথযাত্রা উৎসব যাতে সুষ্ঠুভাবে হয়, সে বিষয়ে আমরা পূর্ণ সহযোগিতা করব।” ইস্কনের প্রধান সেবায়েত ঔদার্য্যচন্দ্র দাস জানান -“ওই মাঠে ইদের নমাজ পড়ার কথা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন আমাদের জানান। আমরা সাধ্যমতো বন্দোবস্ত করি। আমরা এ ভাবেই সবাই মিলেমিশে একসঙ্গে থাকতে চাই।” এটাই আদর্শ ভারতবর্ষের মূল সুর।