বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:সপ্তাহের প্রথম কাজের দিনটি শুরু হলো ভয়ঙ্কর দুর্ঘটনা দিয়ে। সকালেই শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগে এক মাল গাড়ির। এবার সেই দুর্ঘটনার প্রাথমিক কারণ সামনে আসছে।

রেল সূত্রে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে অনুমান সিগন্যালিংয়ের সমস্যার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। সিগন্যাল ফেল করেই মালগাড়িটি ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। মালগাড়ির ধাক্কায় ট্রেনের পার্সেল ভ্যান মালগাড়ির ইঞ্জিনের ছাদে উঠে যায়। পিছনের কামরাটি দুমড়ে মুচড়ে যায়। পুলিশের তরফে ৫ জনের মৃত্যুর কথা জানালেও, রেলের তরফে এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। মৃতের সংখ্যা যে আরো বাড়বে তাতে সন্দেহ নেই।

ইতিমধ্যে দুর্ঘটনাস্থলে পৌঁছেছে ১৫টি অ্যাম্বুল্যান্স। আরো গাড়ি ও অন্যান্য চিকিৎসা সামগ্রী আসছে। অন্যদিকে, দিল্লিতে কন্ট্রোলরুমে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, “এনএফআর জোনে দুর্ভাগ্যজনক দুর্ঘটনা ঘটেছে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ। রেলওয়ে, এনডিআরএফ, এসডিআরএফ মিলিতভাবে কাজ করছেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন।” এদিকে মুখ্যমন্ত্রী আধিকারিকদের রেলেকে যথা সম্ভব সাহায্যের নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *