বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে উচ্চ পর্যায়ের বৈঠক। নয়াদিল্লিতে হওয়া এই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও হাজির ছিলেন, গোয়েন্দা সংস্থাগুলির শীর্ষ আধিকারিকরা।
ছিলেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লাও। প্রসঙ্গত, এক সপ্তাহের মধ্যে জম্মু ও কাশ্মীরে চারটি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে।
সামনেই রয়েছে অথরনাথ যাত্রা। সেখানে লক্ষ লক্ষ তীর্থযাত্রী যান। এদিনের আলোচনায় অমরনাথ যাত্রা প্রসঙ্গও উঠে আসে বলে জানা গিয়েছে। সরকারের তরফে তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সবরকমের ব্যবস্থার আশ্বাস দেওয়া হয়েছে।
চার হামলা এই মাসের শেষের দিকে শুরু হতে যাওয়া অমরনাথ যাত্রা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। প্রসঙ্গত অমরনাথ যাত্রা ২৯ জুন থেকে শুরু হয়ে চলবে ১৯ অগাস্ট পর্যন্ত। বালতাল এবং পহেলগাঁও এই দুই পথে তীর্থযাত্রীরা অমরনাথ গুহায় যান। গত বছর অমরনাথ যাত্রী করেছিলেন চারলক্ষের বেশি মানুষ।
বৈঠকে ছিলেন আইবির ডিরেক্টর তপন ডেকা, সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে, পরবর্তী সেনাুপ্রধান লেফটেন্যান্ট উপেন্দ্র দ্বিবেদী এবং সিআরপিএফের ডিজি অনিশ দয়াল সিং।
গত সপ্তাহে চার জঙ্গি হামলার পরে জম্মু ও কাশ্মীরে হাইঅ্যালার্ট জারি রয়েছে। প্রসঙ্গত গত ৯ জন রিয়াসিতে সন্ত্রাসবাদীরা একটি বাসকে লক্ষ্য করে গুলি চালায়। বাসটি খাদে পড়ে গেলে নয়জন তীর্থযাত্রীর মৃত্যু হয় এবং ৪১ জন আহত হন। অন্য একটি হামলার ঘটনায় এক সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন আহত হন।
নরেন্দ্র মোদীর তৃতীয়বার শপথ গ্রহণের ঠিক আগে রিয়াসিতে সব থেকে বড় হামলাটি হয়। ২০১৯-এ নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেওয়া হয়। তবে তৃতীয়বার প্রধানমন্ত্রীর পদে বসার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।