বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: একেই বলে জীবনযুদ্ধ ! ৯৫ বছর বয়সেও চালিয়ে যাচ্ছেন জীবনের বেঁচে থাকার লড়াই। মধ্যেম গ্রামের ফুচকাওয়ালা পুষ্প মন্ডল।
জীবন মানেই লড়াই। যারা সেই লড়াই চালিয়ে যেতে পারেন, তারাই বেঁচে থাকেন। কিন্তু মানব সমাজে একটা বয়সের পরে মানুষ বিশ্রাম নেয় – লড়াই করে নতুন প্রজন্ম। এটাই প্রথা। কিন্তু সকলের কপালে সেই সুখ থাকে না, যেমন নেই মধ্যেমগ্রাম স্টেশনের পাশে জনৈক ৯৫ বছর বয়সের ফুচকা বিক্রেতা পুষ্প মন্ডলের । পুষ্প জানায়, ওপার বাংলায় তার স্বামীকে গুলি করে হত্যা করার পরে কোনোভাবে এক মেয়েকে নিয়ে এপারে চলে আসে মধ্যেমগ্রামে। স্থানীয় কিছু যুবকের সহযোহিতায় কোনোভাবে একটা মাথা গোঁজার আশ্রয় জোটে। কিন্তু পেট তো চলে না।
পেটের দায়ে এখন ৯৫ বছর বয়সেও তিনি বিকেলে ফুচকার ঠেলা গাড়ি আর ঝুড়ি নিয়ে নিয়মিত চলে আসেন মধ্যেমগ্রাম স্টেশনের পাশে। তিনি পুষ্প মন্ডল। স্থানীয় যুবকদের সহায়তায় মধ্যমগ্রাম স্টেশন লাগোয়া সুভাষপল্লী কোয়ার্টারের পিছনে একটি অস্থায়ী ছাউনিতে দিন কাটান পুষ্প মন্ডল। একটি কন্যা। ফুচকা বিক্রি করে মেয়েকে কোনোরকমে বিবাহ দিয়েছেন তিনি। কিন্তু মেয়ের সংসারেও অর্থকষ্ট। কাজ করে সংসার চালাতে হয় পুষ্পর মেয়েকে। নিজের জীবিকার জন্য পুষ্প এখনো নিয়মিত সুস্বাদু ফুচকা বিক্রি করে চলেছেন। বিকেল থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত চলে এই লড়াই। পুষ্প মন্ডল জানান, দিনে ১০০ থেকে ২০০ টাকা আয় হয় তার। আর তা দিয়েই চালিয়ে নিচ্ছে জীবন।