বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:মানুষের ভক্তি যে কখন কিভাবে প্রকাশ পাবে তা বলা খুব মুশকিল। এতদিন আসমুদ্র-হিমাচল মেতে ছিলেন রামমন্দির নিয়ে।
এবার শুরু হলো তার অস্ত্রের ভান্ডার। রামলালার জন্য দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে নানা উপহার। এবার উপহার আসছে রাজস্থান থেকে। সেখানের সিরোহি জেলার শিবগঞ্জে রামলালার জন্য বিশেষ উপহার তৈরি করা হয়েছে। আসছে ১৬০০ কেজির গদা এবং ১১০০ কেজির তীর ধনুক। কয়েক মাস ধরে তৈরি করা হয়েছে এই গদা- ধনুক। সে এক এলাহী ব্যাপার! এ সেই ভারতবর্ষ, যেখানে প্রতিদিন দেবাদিদেবকে স্নান করানোর জন্য কয়েক হাজার লিটার দুধ ড্রেন দিয়ে ভেসে যায়, আবার দুধের অভাবে হাজার হাজার শিশু মারাও যায়।
মন্দির ট্রাস্ট কমিটি জানিয়েছে, রাম মন্দির চত্বরেই যে হনুমানজির মন্দির তৈরি হচ্ছে, তার জন্যই এই গদা পাঠানো হচ্ছে। বিশালাকার গদা নিয়ে যাওয়ার জন্য ক্রেন ব্যবহার করতে হচ্ছে। হনুমানজির পাশাপাশি রামলালার জন্য তৈরি করা হয়েছে তীর ধনুক । এই দুটি উপহারই রামলালার পায়ে উৎসর্গ করা হবে। গত ১২ জুন রামরথ এই অস্ত্র নিয়ে রওনা দিয়েছে। আগামী ১৬ জুন তা অযোধ্যায় গিয়ে পৌঁছবে। ১৭ জুন বিশেষ পুজোর পর তা রামলালার চরণে নিবেদন করা হবে।,