বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ইউসুফ পাঠান – যাকে মুখ্যমন্ত্রী ‘জায়েন্ট কিলার’ বলে সম্বোধন করেছেন, সেই ইউসুফের বিরুদ্ধে গুজরাটে জমি দেখলের অভিযোগ এসেছে। এদিকে, লোকসভা নির্বাচন মিটতেই তাঁর নামে এল নোটিস।
বিজেপি শাসিত গুজরাটের ভাদোদরা পুরসভার তরফে তৃণমূল সাংসদকে জমি দখলের অভিযোগে নোটিস দেওয়া হল। জানা গিয়েছে, গত ৬ জুন এই নোটিস পাঠানো হয় পাঠানকে। ভাদোদরায় পুরসভার একটি জমি দখলের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ, ২০১২ সালে ভাদোদরার তানাদালজা এলাকার একটি জমি কেনেন ইউসুফ পাঠান। তার লাগোয়া যে জমিটি, সেটিও কিনে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু জমিটি পুরসভার। প্রতি স্কোয়ার মিটারে ৫৭ হাজার টাকা দাম দিতে রাজি ছিলেন পাঠান। কিন্তু ভাদোদরা পুরসভার তরফে ইউসুফ পাঠানের এই জমি কেনার প্রস্তাব খারিজ করে দেওয়া হয়।
এরপরই জোরপূর্বক জমি দখল করে নেন পাঠান। পুরসভার ওই জমিতে পাঁচিলও তুলে দিয়েছেন তিনি। পুরসভার তরফেও জানানো হয়েছে, জমি জবরদখলের জন্য ইউসুফ পাঠানকে নোটিস পাঠানো হয়েছে। চেয়ারম্যান জানিয়েছেন, পাঠানকে ওই জমিতে থাকা পাঁচিল ভেঙে ফেলতে বলা হয়েছে। কয়েক সপ্তাহ অপেক্ষা করা হবে। এখন দেখার ইউসুফ কি করেন!