বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সারা দিনের চেষ্টায় অবশেষে বিকেলের পরে দক্ষিণ কোলকাতার অভিজাত এক্রোপলিস মলের আগুন নিয়ন্ত্রনে এসেছে। ক্ষয়-ক্ষতির পরিমান প্রচুর হলেও এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর নেই।

শুক্রবার বেলা সাড়ে এগারোটা নাগাদ ওই মলের চারতলায় আগুন লাগে। ঘটনাস্থলে যায় দমকলের ১৫টি ইঞ্জিন। কোনও হতাহতের খবর নেই। স্কাইলিফট ব্যবহার করা হয় মানুষদের মল থেকে বের করে আনতে। মলের চিফ ইঞ্জিনিয়ার জানিয়েছেন, ‘আগুন নিয়ন্ত্রণের সম্পূর্ণ ব্যবস্থা ছিল, অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল। সঙ্গে সঙ্গে কাজ করেছে পুরোটাই। মলের আন্ডারগ্রাউন্ডে ৫ লক্ষ লিটারে রিসার্ভার ছিল। সেখান থেকে জল নিয়ে দমকল আগুন নিয়ন্ত্রণে এনেছে।’

অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করেছে দমকল কর্মীরা। অগ্নিকাণ্ডের খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। গোটা পরিস্থিতি পরিদর্শন করেন তিনি। পরে সংসাদমাধ্যমে দমকলমন্ত্রী বলেন, ‘’ওখানে একটা বইয়ের দোকান আছে। সেখানে কিছু ঝালাইয়ের কাজ হচ্ছিল। সেখান থেকেই প্রথমে আগুন ছড়িয়ে পরে বলে ধারণা।” প্রবল ধোঁয়ার কারণে মানুষের শ্বাস কষ্ট শুরু হয়েছিল। খবর পেয়ে একে একে সেখানে পৌঁছয় দমকলের মোট ১৫টি ইঞ্জিন। ধোঁয়ার মধ্যেই মলের ভিতরে প্রবেশ করেন দমকল কর্মীরা। অক্সিজেন মাস্কও ব্যবহার করতে দেখা যায় তাঁদের। তবে তৎপরতার সঙ্গে একদিকে আগুন নিয়ন্ত্রনে আনে ও বিল্ডিংয়ের সকলকে বের করে আনে। এই মুহূর্তে স্বস্তির নিঃশ্বাস সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *