এতে কোনো সন্দেহ নেই যে এবার লোকসভায় প্রত্যাশা থেকে বেশি সিট পেয়েছে তৃণমূল। কিন্তু তাদের গতি রোধ হয়েছে উত্তরবঙ্গে। আর তা নিয়েই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন, কোলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

সংবাদ মাধ্যমের সামনে ফিরহাদ হাকিম বলেন, “উত্তরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চান, কিন্তু উত্তরে দলের নেতা-কর্মীদের রাজনৈতিক পাঠ প্রয়োজন। সেই পাঠে রাজনীতি থেকে আচার-ব্যবহার সবটাই শেখাতে হবে।” তিনি আরো বলেন, তা নাহলে ফল অনেক ভালো হতো।

তীব্র ক্ষোভের সঙ্গে মেয়র আরো বলেন, “আমি ৩-৪ দিন ধরে দেখলাম, মুখ্যমন্ত্রীর ব্যাপারে কারও কোনও ক্ষোভ নেই। মানুষ মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন। কিন্তু সেই সমর্থনটাকে ভোটে ট্রান্সফর্ম করার কাজটা ঠিকমতো হয়নি। অর্গানাইজশনের কাজ হয়নি এই জেলাগুলিতে। মুখ্যমন্ত্রী প্রানপণ চেষ্টা করেছেন।” লোকসভা ভোটের ফলাফল খতিয়ে দেখলে বোঝা যাবে যে শিলিগুড়ি ও জলপাইগুড়িতে ভরাডুবি হয়েছে পুর এলাকাগুলিতেও। তৃণমূলের দখলে থাকা বোর্ডের মেয়র থেকে কাউন্সিলরের নিজের ওয়ার্ডে কেউ দলকে লিড দিতে পারেননি। মেয়েরের এই প্ররিক্রিয়ায় উত্তরের নেতা মন্ত্রীরা মোটেই ভালোভাবে গ্রহণ করেন নি, তা তাদের শরীরী ভাষাতেই বোঝা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *