বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:প্রথমে দেব, পরে মদন মিত্র আর এবার সোহম এপিসোড নিয়ে মুখ খুললেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। রচনা সোহমের আচরণকে যে মোটেই সমর্থন করছেন না তা বুঝিয়ে দিয়েছেন।
উল্লেখ্য, শুটিং করার সময় গাড়ি রাখাকে কেন্দ্র করে অশান্তির জেরে রেস্তরাঁ মালিককে চড় মারার অভিযোগ উঠেছে বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। যদিও পরে তিনি ক্ষমা চেয়ে নেন। তবে টেকনো সিটি থানায় অভিযোগ দায়ের করেছিলেন আক্রান্ত রেস্তরাঁ মালিক। অভিযোগ, বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও কোনও পদক্ষেপ করেনি পুলিশ। বুধবার মামলা দায়েরের অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টে আবেদন করেন রেস্তরাঁ মালিক।
এই প্রসঙ্গ নিয়েই সাংসদ রচনা বলেন, “যা হয়েছে তা ভালো হয়নি”। তারপরে বিস্তারিতভাবে বলেন, “প্রত্যেক মানুষ আলাদা। চিন্তাভাবনা আলাদা। কে নিজের জীবন কেমনভাবে সকলের সামনে তুলে ধরবে, তা তাঁর ব্যক্তিগত ব্যাপার। আমি আমার মতো, সোহম সোহমের মতো।কিন্তু এই ঘটনাটিকে কেউই সমর্থন করে না। তবে সেই পরিপ্রেক্ষিতে ঠিক কী ধরনের পরিস্থিতি হয়েছিল, তা সোহম জানে। আমি উপস্থিত ছিলাম না, তাই বলতে পারব না। কিন্তু যা হয়েছে, তা ভালো হয়নি। কীসের আঙ্গিকে এই ঘটনা ঘটল, তা একমাত্র সোহমই বলতে পারবে।”এর বেশি কিছু না বললেও বোঝাই যাচ্ছে যে সোহমের পাশে নেই রচনা বন্দ্যোপাধ্যায়।