লোকসভা ভোটের ফল প্রকাশ পাওয়ার পরেই দেখা যায়, বিজেপির মধ্যে ধ্বস নেমেছে। অনেকটা এগিয়ে গেছে তৃণমূল। এবার সেই বিষয় নিয়েই মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী বলেন, ‘‘ছাপ্পা, কারচুপি-সহ বিভিন্ন ইস্যুতে ডায়মন্ড হারবার, জয়নগর এবং ঘাটাল লোকসভা কেন্দ্রের ফল নিয়ে আগামী সপ্তাহেই কলকাতা হাই কোর্টে ইলেকশন পিটিশন করা হবে। পাশাপাশি বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর প্রার্থীপদ খারিজের আবেদনও করা হবে হাই কোর্টে। আগামী সপ্তাহের শুরুতেই কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করতে চলেছেন সংশ্লিষ্ট কেন্দ্রগুলির বিজেপি প্রার্থীরা। সিবিআই তদন্তের আবেদনও জানানো হবে। সব তথ্য প্রমাণ আমরা সংগ্রহ করেছি।’’ এদিন শুভেন্দু অধিকারী বললেন, ‘‘শুধুমাত্র ডায়মন্ড হারবারেই ১০ লক্ষ ছাপ্পা ভোট দেওয়া হয়েছে। আমরা এর বিরুদ্ধে আইনি পথে যতদূর যেতে হয়, যাব।” ফলে আবার নতুন করে শুরু বিতর্ক।

তিনি আরো অভিযোগ করেন, কোচবিহার কেন্দ্রের ফলাফল ও গণনা নিয়েও আমাদের অনেক অভিযোগ আছে। আমরা সেই তথ্যও সংগ্রহ করছি। ইলেকশন পিটিশন নিয়ে প্রয়োজনে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব।’’ বুধবার সন্ধ্যায় সল্টলেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘যে কারণে লোকসভা ভোটের কয়েকদিন আগে বীরভূমে আমাদের প্রার্থী দেবাশীষ ধরের প্রার্থিপদ বাতিল হয়েছিল ঠিক একই অভিযোগ বসিরহাটে তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের বিরুদ্ধেও। আমরা কমিশনকে লিখিতভাবে সেই অভিযোগ জানিয়েছিলাম৷ কিন্তু কমিশন কোনও পদক্ষেপ করেনি।” শুভেন্দু তীব্র ক্ষোভ প্রকাশ করেন কমিশনের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *