বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক সোনিয়া আত্মহত্যা করেনি তাকে খুন করা হয়েছে এই অভিযোগ করে বুধবার বর্ধমান থানায় বিক্ষোভ দেখাতে থাকেন শহর বর্ধমানের বাদশাহী রোড এলাকার স্থানীয় মানুষজনেরা।
স্থানীয় মানুষরা অভিযোগ করে বলেন, এটা আত্মহত্যা নয় সোনিয়াকে খুন করা হয়েছে। তাই তার খুনের তদন্ত চেয়ে দোষীর যথাপুযুক্ত শাস্তির ব্যবস্থা করুক পুলিশ। যে ছেলেটির সাথে সোনিয়া মেলামেশা করত সে এই কাজটি করেছে বলে আমরা সন্দেহ করছি। আমরা চাই তার যত উপযুক্ত সাজা হোক। প্রসঙ্গত উল্লেখ্য,১০ই জুন সোমবার বর্ধমান শহরের বাদশাহী রোড এলাকার পরিত্যক্ত জঙ্গল থেকে এক অল্প বয়সি মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে বর্ধমান থানার পুলিশ। মৃত মহিলার নাম সোনিয়া দাস,বয়স আনুমানিক ২২বছর।তিনি বর্ধমান শহরের ঘুমটি ফটক এলাকায় থাকতেন। তারপরই আজ বর্ধমান থানার সামনে বিক্ষোভে সামিল হন এলাকার সমস্ত বাসিন্দারা।