বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:মদন মিত্র এই মুহূর্তে দলে কিছুটা ব্রাত্য বলেই অনেকে মনে করেন। গত লোকসভা নির্বাচনে তাঁকে সেভাবে সামনে দেখা যায় নি। এবার সোহম প্রসঙ্গে কামারহাটির বিধায়ক আবার সামনের সারিতে।
কিছুদিন আগে একটি ভিডিয়ো ভাইরাল হয় যেখানে নিউটাউনের এক রেস্তোরাঁর মালিককে চড় মারতে দেখা গিয়েছে সোহম চক্রবর্তীকে। সেই বিষয়ে নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেছেন হোটেল মালিক। পাল্টা FIR করেছেন সোহমও। এই বিষয়ে সোমবার বন্ধু সোহমের বিরোধিতা করেন দেব। এবার গোটা ঘটনা নিয়ে মুখ খুললেন মদন মিত্র। স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় মদন মিত্র দেবকে সাধারণ ছেলে হিসাবেই ব্যাখ্যা করেন।
মদন মিত্রের মতে যে ঘটনা ঘটেছে নিউটাউনের রেস্তোরাঁয় সেটা অন্যায়। কিন্তু তাই বলে সেটা নিয়ে এত লাফালাফি করারও কিছু নেই বলেই তিনি জানিয়েছেন। মদন এদিন দেবের উদ্দেশ্যে বলেন, ‘সিনেমা না করলে কোনদিন সাংসদ হতেই পারত না। ওঁর মতো অনেক ছেলে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে যাঁরা কেউই সাংসদ হতে পারেননি। তাঁকে তাই বলব এসব নোংরা রাজনীতিতে না জড়িয়ে সংসদে যান আর সিনেমা করুন।’ মদন মিত্র দেবের কোন ঘটনাকে ‘নোংরা রাজনীতি’ বললেন তা অবশ্য পরিষ্কার নয়।