বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: মুহূর্তের মাথা গরমের জন্য তৃণমূলের বিধায়ক তথা অভিনেতা সোহম যেভাবে একজন হোটেল মালিকের গায়ে হাত তুলেছেন, তা কেউ সমর্থন করে নি। ঘাটালের সাংসদ ও অভিনেতা দেব সোমবার দিল্লি থেকে এক বার্তায় বলেন, “সোহম আমার খুব ভাল বন্ধু। কিন্তু বন্ধু বলে আমি সবকিছু সমর্থন করতে পারি না।
সোহমের ক্ষমা চাওয়া উচিত। সোহমের সঙ্গে আমি কথা বলেছি, ও ঠিক কাজ করেনি।” এমনিতে দেব খুবই সৌজন্যের রাজনীতি করেন। তিনি কখনো কোনো ব্যক্তিগত আক্রমন করেন না।
দেবের কাছ থেকে এই প্রতিক্রিয়া প্রত্যাশিত ছিল। ২০২৪ রাজনৈতিক প্রচার মঞ্চে যেখানে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শুভেন্দু অধিকারী পর্যন্ত ক্রমাগত বিরোধীদের ব্যক্তিগত আক্রমন করেছেন, সেখানে দেবকে দেখা গেছে বাগডোগরা বিমান বন্দরে দেবকে দেখে এক বিজেপি সমর্থক ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিলে দেব গিয়ে তাকে আলিঙ্গন করেন। এই সৌজন্যের রাজনীতি দেব করেন। এদিন দেব আরো বলেন, “সোহম একজন জনপ্রতিনিধি। আমি ওকে বুদ্ধিমান বলে ভাবতাম। ও যা করেছে, ঠিক করেনি।”