বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ২৪ নম্বর পার্কস্ট্রিটে পার্ক সেন্টারে বহুতলে ভয়ঙ্কর অগ্নিকান্ড। জানা যাচ্ছে, পার্ক স্ট্রিট ও ক্যামাকস্ট্রিটের সংযোগস্থল অ্যালন পার্কের ঠিক উল্টো দিকে আগুন লাগার ঘটনাটি ঘটেছে। এই এলাকাটি মূলত অফিস পাড়া হিসাবে পরিচিত।
আশপাশে অনেক বহুতল রয়েছে। যেখানে বিভিন্ন কোম্পানির বিভিন্ন অফিস রয়েছে। আগুন লাগার খবর পৌঁছতেই আতঙ্কিত অফিস কর্মীরা রীতিমতো রাস্তায় চলে এসেছে। তবে যে বহুতলে আগুন লাগার ঘটনা ঘটেছে সেখানে কেউ আটকে নেই বলেই খবর।
সকাল সাড়ে দশটা নাগাদ আগুন লাগে। ইতিমধ্যে দমকল মন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে পৌঁছেছেন। পৌঁছানোর আগে তিনি বলেন, “একটা ঘটনা ঘটেছে। খবর আসার সঙ্গে সঙ্গে দমকলের পাঁচটি ইঞ্জিন সেখানে পাঠিয়েছি। সিনিয়র অফিসাররা রয়েছেন। আমি নিজেও যাচ্ছি। আমার মনে হয় আগুন দ্রুত নিয়ন্ত্রণে চলে আসবে।” ওই অঞ্চলটি মূলত অফিস পাড়া। পার্শ্ববর্তী সমস্ত অফিস বন্ধ করো দেওয়া হয়েছে।