বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আগামীকাল রাষ্ট্রপতি ভাবনে হতে চলেছে মোদী সরকারের তৃতীয় বারের জন্য শপথ গ্রহণ। বিশ্বের বহু দেশ থেকেই নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানানো হয়েছে।
নরেন্দ্র মোদীর এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদী। বিক্রমাসিংহে এবং হাসিনা দুজনেই মোদীর এই আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানা গিয়েছে। খুশি নরেন্দ্র মোদী।
শপথ গ্রহণ অনুষ্ঠানে বিদেশি রাষ্ট্র প্রধানদের আমন্ত্রণ জানানোর রীতি আছে ভারতে। ২০১৪ এবং ২০১৯ সালেও শপথ গ্রহণ অনুষ্ঠানে বিদেশি রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছিলেন নরেন্দ্র মোদী। ২০১৪ সালে নরেন্দ্র মোদী, প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময়, সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সমস্ত সার্ক দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছিলেন। ২০১৯-এ মরিশাস এবং কিরগিজিস্তানের পাশাপাশি, অন্যান্য বহু দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছিল। এবারেও অনেক রাষ্ট্র প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে।