বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:মঙ্গলবার ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে বহু নাটকীয় ঘটনার সাক্ষী থাকে বাংলা। এই নিয়ে সন্ধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলন করেন।
এমনিতেই কেন্দ্রীয় নেতৃত্ব প্রথমে বাংলায় ৩৫টি আসনের লক্ষ্য বেঁধে দিলেও পরে তা কমতে থাকে। কিন্তু এমন বিপর্যয় বিজেপি নেতৃত্ব কখনো ভাবে নি।তবে তিনি বাঙলার সেই মানুষদের শুভেচ্ছা জানিয়েছেন, যাঁরা বিজেপির উপর আস্থা রেখেছেন। কেন এই বিপর্যয় তার ব্যাখ্যা দিতে গিয়ে শুভেন্দু বলেন –
১) মানুষ ‘লক্ষ্মীর ভান্ডার’এর আতঙ্কে ভুগছেন। মুখ্যমন্ত্রী সহ একাধিক নেতা বলেছেন, ভোটের ফল খারাপ হলে তারা বিভিন্ন প্রকল্প বন্ধ করে দেবে।
২) শুভেন্দু সুকান্ত মজুমদারের কথা উল্লেখ করে বলেন, বাংলায় তাদের আশা পূরণ না হলেও তারা ভোট শতাংশে খুশি।
৩) বাংলায় তারাই বিরোধী শক্তি তা মানুষ জানিয়ে দিয়েছে।
৪) তিনি আরো বলেন, ভয় ভীতির পরিবেশ তৈরী করে, পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে, জুলুম অত্যাচার করে মানুষকে তৃণমূল সন্ত্রস্ত করে রেখেছিল।
৫) সাগরদিঘি উপ নির্বাচনে মুখ্যমন্ত্রীর ভাষণ উল্লেখ করে তিনি বলেন, ওখানে মুখ্যমন্ত্রী বলেছিলেন, আপনারা যে হাজার, বারোশো টাকা পাচ্ছেন, তা আমরা বন্ধ করে দেবো। ফলে মানুষ আতঙ্কিত হয়ে উঠেছিল।
এর পরেই তিনি অমিত শাহের কথা উল্লেখ করে বলেন, পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার হলে আমরা কোনো প্রকল্প বন্ধ তো করবোই না, বরং অনেক নতুন প্রকল্প আনবো ও পুরোনো প্রকল্পের টাকার পরিমাণ বাড়াবো।