বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ভোটের ফল মঙ্গলবার বের হবে। ফল কি হবে তা তখন জানা যাবে। কিন্তু তৃণমূলের গোষ্ঠী কোন্দল অব্যাহত। তারই পরিণামে রবিবার ভীষণভাবে জখম হলো তৃণমূল কর্মী অনুপ বিশ্বাস।
ঘটনা নিউটাউনের শুলংগুঁড়ি দক্ষিণ পাড়া এলাকার। স্থানীয় সূত্রের খবর রবিবার রাতে কাজ থেকে ফেরার সময় অনুপের বাইক আটকায় বেশ কিছু তৃণমূল কর্মী। তারপরেই চলে মারধর।
অভিযোগ যাঁরা মারধর করেছে, তাঁরা জ্যাংড়া হাতিয়াড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত এক সদস্যর অনুগামী। অনুপ বিশ্বাস সংবাদ মাধ্যমকে বলেন, “কাজ থেকে বাড়ি ফিরছিলাম। নান্টু বাইক নিয়ে এসে আমার বাইকের সামনে দাঁড় করায়। কোনও কথা না বলে লোহার রড দিয়ে এলোপাথাড়ি মারতে শুরু করে। আর উজ্জ্বল বলে আরেক জনকে চিনতে পারি। ওরা কেউই নেশা করে ছিল না। সুস্থ অবস্থাতেই মারধর করল। আমরা সবাই তৃণমূল করি।” বিরোধীরা তাই বলেন, তৃণমূল আছে তৃণমূলের গোষ্ঠীকোন্দল নিয়ে।