বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: প্রত্যাশা মতোই ভোট যুদ্ধ যত দক্ষিণে এগিয়েছে, ততই উত্তেজনা বেড়েছে। কারণ এখন দক্ষিণবঙ্গ মূলত তৃণমূলের ঘাঁটি। সেখানে অন্য দলকে প্রায় ‘নো এন্ট্রি’ করে দিতে চাইছে তৃণমূল। সেই কারণেই নিগৃহীত হতে হলো সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যকে।
বরানগর উপ নির্বাচনের প্রার্থী তথা বর্ষীয়ান বাম নেতাকে এদিন প্রথমে গো ব্যাক স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। পরে তাঁকে ধাক্কা মেরে ঠেলে দেওয়া হয়। হাত ধরে টানাটানি করার ছবিও প্রকাশ্যে এসেছে। প্রার্থীর দাবি, বুথে বুথে গিয়ে এজেন্টদের সঙ্গে কথা বলছিলেন তিনি। আচমকা তাঁকে সরে যেতে বলা হয়, ধমকও দেওয়া হয়। শুরু হয় বাক বিতন্ডা, এমন কি শারীরিক নিগ্রহ।
বরানগরের বিকেসি কলেজে এই ধস্তাধস্তির ছবি প্রকাশ্যে এসেছে। তিন-চারজনের সঙ্গে প্রথমে বচসা ও পরে হাতাহাতি চলে। তন্ময় ভট্টাচার্যের দাবি, তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন তৃণমূল নেতারা। পাল্টা তিনিও জবাব দেন তৃণমূল নেতাদের।তন্ময় বলেন, “সকাল থেকে সব বুথ পরিদর্শনে যাচ্ছি। এখানেও এসেছিলাম। এজেন্টের সঙ্গে কথা বলে বেরিয়ে যাচ্ছিলাম। হঠাৎ গো ব্যাক বলে চীৎকার করতে থাকে। তাঁর দাবি, পুরসভা ভোটে তৃণমূল রিগিং করে জিতেছে। এবার সেই সুযোগ পাচ্ছে না। তাই সিপিএম এজেন্টকে ধমক দেওয়া হচ্ছে। তবে ছেড়ে কথা বলছেন না তন্ময় ভট্টাচার্যও। তিনি বলেন, “তৃণমূলের জোর কমছে। ওদেরও ঘুষির জোর কমছে। ওরা আমাকে বলেছে, ২ মিনিট লাগবে বুঝে নিতে। আমিও বলেছি, তোমার যদি ২ মিনিট লাগে, আমারও ২ সেকেন্ড সময় লাগবে।”