বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আগামীকাল রাজ্যে সপ্তমদফার ভোট গ্রহন। এটাই শেষ দফার ভোট। কলকাতা এবং দুই ২৪ পরগনায় হবে ভোট গ্রহণ। সেকারণে এবারে বাড়তি নজরদারি করতে চাইছে কমিশন। আরও কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে ওয়েব কাস্টিং নিয়ে। ওয়েব কাস্টিংয়ের ক্যামেরা বন্ধ থাকবে ভোট বন্ধ হয়ে যাবে। নির্দেশিকায় জানিয়েছে কমিশন।
ওয়েবকাস্টিংয়ে ক্যামেরা বন্ধ হলে প্রিসাইডিং অফিসারের জবাব তলব করা হবে। যদি প্রিসাইডিং অফিসার সন্তোষজনক জবাব দিতে না পারেন তাহলে তাঁকে সরিয়ে দেওয়া হবে। এমনকী ওয়েবকাস্টিংয়ের ক্যামেরা বন্ধ হয়ে গেলে ভোটগ্রহণ বন্ধ থাকবে। ক্যামেরা চলছে কিনা সেটা সুনিশ্চিত করতে হবে প্রিসাইডিং অফিসারকে।
বিজেপির পক্ষ থেকে কমিশনে অভিযোগ করা হয়েছিল যে ষষ্ঠদফার ভোটে দেড়শোর বেশি বুথে ওয়েবকাস্টিংয়ের ক্যামেরা বন্ধ রাখা হয়েছিল। ক্যামেরা বন্ধ রেখে ছাপ্পা ভোট দেওয়া হয়েছে। সেকারণে আগে থেকে এবার তৎপর কমিশন। ওয়েবকাস্টিংয়ে বিশেষ জোর দেওয়া হয়েছে। কমিশন নির্দেশ দিয়েছে বুথে বুথে ক্যামেরা চলছে কিনা সেটা সুনিশ্চিত করতে হবে প্রিসাইডিং অফিসারকেই।
এদিকে সপ্তমদফার ভোটে বাহিনী মোতায়েনেও জোর দিয়েছে নির্বাচন কমিশন। ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে সপ্তম দফার ভোটে। শুধু কলকাতাতেই মোতায়েন করা হচ্ছে ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বারাসতে থাকছে ৮১ কোম্পানি, ব্যারাকপুরে ৮১ কোম্পানি আর বারুইপুরে থাকছে ১৬০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে বসিরহাটে ১১৬ কোম্পানি, ডায়মন্ডহারবারে ১১০ কোম্পানি, সুন্দরবনে ১১৪ কোম্পানি, বিধাননগরে ৫৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে।
ইতিমধ্যে শহরে নাকাচেকিং শুরু হয়ে গিয়েছে। সেন্টাল ফোর্সকে সঙ্গে নিয়ে পুলিশের নাকা চেকিং করছে। বিধান নগরের সুইসগেটের সামনে নাকা চেকিং। যে সমস্ত গাড়িগুলি নিউটাউনের দিক থেকে সল্টলেকে ঢুকছে সেই সমস্ত গাড়ি চেক করা হচ্ছে পাশাপাশি বিভিন্ন গেস্ট হাউসে কোন বহিরাগত রয়েছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।গাড়ির চালকদের পরিচয় পত্র সহ যাত্রীদেরও পরিচয় পত্র খতিয়ে দেখছে পুলিশ। গেস্ট হাউসের যারা এসেছেন তাদেরও পরিচয় পত্র খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।