বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বাংলা বিনোদন জগতে যীশু সেনগুপ্ত এখন একটা পরিচিত নাম। একদম প্রথম সারির অভিনেতা। নিপাট ভদ্রলোক। স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে অভিনয়ের পাশাপাশি চুটিয়ে সংসার করেন। শত প্রলোভনেও রাজনীতি থেকে দূরে থেকেছেন। ‘চৈতন্য মহাপ্রভু’ ধারাবাহিকে চৈতন্যদেবের চরিত্র অভিনয় করে কেরিয়ার শুরু করেছিলেন যীশু।
তারপর থেকে একে-একে বহু বাংলা বাণিজ্যিক ছবিতে অভিনয় করেছেন তিনি। একটা সময় যীশুর হাতে কাজ ছিল না সেভাবে। কিন্তু পরবর্তীকালে ভাগ্য সহায় হয় তাঁর। বিগত কয়েক বছর ধরে কেবল বাংলায় নয়, বাংলার বাইরেও, যেমন মুম্বই এবং দক্ষিণ ভারত থেকে ডাক পাচ্ছেন যীশু। অন্য ভাষার বহু ছবিতে কাজ করে ফেলেছেন তিনি। বিদ্যা বালন থেকে শুরু করে কাজল, কঙ্গনা রানাওয়াত, আলিয়া ভাট – প্রায় সকলের সঙ্গেই কাজের অভিজ্ঞতা হয়ে গিয়েছে অভিনেতার। এখন তাঁর এক পা থাকে টলিউডে, অন্য পা থাকে বাংলার বাইরে। তিনি এখন অনেকেরই নয়নের মনি। বিশেষ করে প্রমিলা মহলে তাঁর ক্রেজ প্রচুর।
তবু শত হাতছানিতেও যীশু নিজেকে সংযত রেখেছেন। একটা সাক্ষাৎকারে যীশু বলেন, তিনি কিন্তু খুব ভীতু। একটুও না ভেবে যীশু নিজের মুখে স্বীকার করে নিয়েছিলেন, “আমি সত্যি ভীষণই ভিতু। তবে আমি ভেজা বিড়াল হয়ে যাই না। আমার মধ্যে অনেক ভয় লুকিয়ে আছে। এটা বলতে পারি, মানুষকে দুঃখ দিতে আমি ভয় পাই। চেষ্টা করি আমার অজান্তে যাতে কেউ কষ্ট না পান। অনেক সময় সেই জন্য আমাকে মিথ্যা কথাও বলতে হয়েছে। ওয়াইট লাইজ়ের আশ্রয় নিতে হয়েছে।” স্ত্রী নীলাঞ্জনা এবং দুই মিষ্টি মেয়ে সারা এবং জ়ারাকে নিয়ে সুখের সংসার যীশুর। তিনি পুরোদস্তুর ফ্যামিলি ম্যান। কাজের ব্যস্ততা থাকলেও পরিবারকে সময় দেন তিনি। তিনি রাজনীতিতে বিক্রি হয়ে যান নি। ভীতু হলেও মেরুদন্ড সোজা রেখেছেন যীশু।