বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন কে বোমা মেরে খুন করার হুমকি ফোন ও ম্যাসেজ কান্ডে গ্রেপ্তার মহঃ আহাসানুজ্জান নামের ঝাড়খণ্ডের এক যুবক।
রবিবার রাতে ঝাড়খণ্ডের পাকুড় থানার ইসলামপুর গ্রামের যুবক কে গ্রেপ্তার করেছে জঙ্গিপুর পুলিশ জেলার জেলার সুতি থানার পুলিস।
সোমবার ধৃত কে জঙ্গিপুর মহুকুমা আদালতে পাঠানো হয়।পুলিস হেফাজতের আবেদন জানায় সুতি থানার পুলিস।